'বিয়ে করব না, দেশের জন্য খেলতে চাই!' কাতর আর্জি নিয়ে চাইল্ড প্রোটেকশন অফিসারের কাছে গেল এই নাবালিকা

Last Updated:

Athlete: সটান জেলা চাইল্ড প্রোটেকশন অফিসারের কাছে গিয়ে আবেদন জানালেন জাতীয় স্তরের অ্যাথলিট এক নাবালিকা। বিয়ে করতে চায় না, দেশের জন্য খেলতে চায় সেই মেয়ে।

'বিয়ে করব না, দেশের জন্য খেলতে চাই!' কাতর আর্জি নিয়ে চাইল্ড প্রোটেকশন অফিসারের কাছে গেল এই নাবালিকা
'বিয়ে করব না, দেশের জন্য খেলতে চাই!' কাতর আর্জি নিয়ে চাইল্ড প্রোটেকশন অফিসারের কাছে গেল এই নাবালিকা
আলিপুরদুয়ার: ‘বাবা মা আমার বিয়ের জন্য ব্যস্ত হয়ে গেছেন। আমি বিয়ে করতে চাই না। আমার বাবা মাকে বুঝিয়ে আমার খেলোয়ার জীবন রক্ষা করুন। আমি দেশের জন্য খেলতে চাই।” সোমবার সটান জেলা চাইল্ড প্রোটেকশন অফিসারের কাছে গিয়ে এই আবেদন জানালেন জাতীয় স্তরের অ্যাথলিট এক নাবালিকা । ওই নাবালিকার আবেদনে বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে আলিপুরদুয়ার পুরসভার আশুতোষ কলোনির বাসিন্দা ওই নাবালিকার নাম কুইন বর্মন। তার জন্ম তারিখ ২০০৭ সালের ৫ জুলাই। আলিপুরদুয়ার গার্লস হাইস্কুল থেকে এই বছর সে মাধ্যমিক পরীক্ষা দেবে।
advertisement
২০২৩ সালে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক এসোসিয়েশন আয়োজিত প্রতিযোগিতায় স্টিপল চেজ রান বিভাগে গোটা রাজ্যে প্রথম হয় সে।
advertisement
তার পর জাতীয় স্তরে অ্যাথলেটিক ফেডারেশন অব ইন্ডিয়া আয়োজিত প্রতিযোগীতায় ওই বিভাগেই গোটা দেশে দ্বিতীয় হয় সে। এ হেন প্রতিভাবান অ্যাথলিটকে এই আবেদনে শোরগোল পড়ে গিয়েছে।
কুইন বলেন, “আমার আইডল সোনার মেয়ে স্বপ্না বর্মন। আমি দেশের জন্য খেলতে চাই। আমাদের আর্থিক অবস্থা দুর্বল। সেই কারণে বাবা মা দ্রুত বিয়ে দিতে চাইছেন। আমি বিয়ে করব না। আমি দেশের জন্য খেলব। সেই কারণে এমন আবেদন জানিয়েছি।”
advertisement
বিষয়টি নিয়ে হইচই হতেই প্রতিভাবান এই অ্যাথলিটের মা নিশা বর্মন বলেন, “আমরা ওর জন্য সম্বন্ধ দেখছিলাম। ও বিয়ে করতে চাইছে না। কোনও অসুবিধে নেই। ওর জন্য আর পাত্র দেখব না।”
এই খেলোয়ারের কোচ পরাগ ভৌমিক বলেন , “মেয়েটি অত্যন্ত প্রতিভাবান। দেশের নাম উজ্জ্বল করার প্রতিভা রয়েছে ওর। ও আমাকেও বিষয়টি জানিয়েছিল। ও যেন খেলতে পারে তার ব্যবস্থা করা উচিত।” বিষয়টি নিয়ে প্রশাসনও নড়ে চড়ে বসেছে। ওই খেলোয়ারের বাড়িতে গিয়ে তার বাবা মাকে বোঝানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
advertisement
রাজকুমার কর্মকার
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'বিয়ে করব না, দেশের জন্য খেলতে চাই!' কাতর আর্জি নিয়ে চাইল্ড প্রোটেকশন অফিসারের কাছে গেল এই নাবালিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement