Wild Animal: পরপর বন্য জন্তুর দাপটে আতঙ্কিত এলাকাবাসী! যা ঘটছে মাথাভাঙায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Wild Animal: কয়েকদিন আগে এলাকায় দাপিয়ে বেড়ায় দুই বন্য বাইসন। এবার হাতির আগমন ঘটে মাথাভাঙা মহকুমা এলাকায়। ফলে স্বভাবতই এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্যের পরিবেশ রয়েছে।
সার্থক পণ্ডিত, মাথাভাঙা: একের পর এক বন্য জন্তুর আগমন লেগেই রয়েছে। বর্তমান সময়ে এই কারণেই আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকাবাসী। কয়েকদিন আগে এলাকায় দাঁপিয়ে বেড়ায় দুই বন্য বাইসন। এবার হাতির আগমন ঘটে মাথাভাঙা মহকুমা এলাকায়। ফলে স্বভাবতই এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্যের পরিবেশ রয়েছে। যদিও বন দফতরের পক্ষ থেকে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বন্যপ্রাণ জঙ্গলে ফেরত পাঠাতে।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, এলাকায় সকাল থেকেই দাঁপিয়ে বেড়ায় দুটি বাইসন। এরপর বন দফতরের দল এসে ঘুমপাড়ানি গুলি করে লোকালয় থেকে উদ্ধার করে বাইসন দুটিকে। এরপর এদিন আবার লোকালয়ে প্রবেশ করে একটি হাতি। স্থানীয় এক ব্যক্তি গোপন সরকারের বাড়িতে হানা দেয় হাতিটি। প্রায় ৪০ কেজি ধান খেয়ে নেয় হাতিটি। তবে প্রাণে বেঁচে যান পরিবারের সকলে। এরপর বন দফতরের একটি দল ঘুমপাড়ানি গুলি করে নিয়ন্ত্রণ করে হাতিটিকে।
advertisement
বন্যপ্রাণ অভিজ্ঞ ব্যক্তি অর্ধেন্দু বণিক জানান, “এই সময়ে জঙ্গলে খাবারের কিছুটা অভাব থাকে। তাই ভুট্টা ও ধান খাওয়ার টানেই নিকটবর্তী চিলাপাতা এলাকা থেকে বন্যপ্রাণ প্রবেশ করে লোকালয়ে।\” বন দফতরের কোচবিহার ডিভিশনের এডিএফও বিজন কুমার নাথ জানান, “বার বার লোকালয়ে বন্যপ্রাণ প্রবেশের সমস্যা সমাধানে প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে বন দফতর। বাড়ানো হয়েছে বন্য প্রাণের ওপর বাড়তি নজরদারি।”
advertisement
advertisement
আরও পড়ুন : সিপাহি বিদ্রোহের স্মৃতি বুকে নিয়ে আজও উজ্জ্বল বহরমপুর ব্যারাক স্কোয়ার
তবে বার বার বন্যপ্রাণ লোকালয়ে প্রবেশ করার ঘটনায় আতঙ্কের পরিবেশ রয়েছে গোটা এলাকায়। বাইসন এবং হাতির দাপটে রীতিমত চাঞ্চল্যের মাঝে রয়েছে মাথাভাঙা মহকুমা এলাকার বাসিন্দারা। বন দফতরের কাছে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 5:45 PM IST