Alipurduar News: চিলাপাতা উৎসবে এলেই দেখা মিলবে শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের

Last Updated:

চিলাপাতা উৎসবে বসল সোনাঝুরির হাট।এই সোনাঝুরির হাট দেখা যায় বোলপুর শান্তিনিকেতন গেলে। বোলপুরের অন্যতম পর্যটন কেন্দ্র এটি।এবারে সেই পর্যটন কেন্দ্রের ঝলক দেখা গেল চিলাপাতা উৎসবে।

+
সোনাঝুড়ির

সোনাঝুড়ির হাট

আলিপুরদুয়ার: চিলাপাতা উৎসবে বসল সোনাঝুরির হাট।এই সোনাঝুরির হাট দেখা যায় বোলপুর শান্তিনিকেতন গেলে। বোলপুরের অন্যতম পর্যটন কেন্দ্র এটি।এবারে সেই পর্যটন কেন্দ্রের ঝলক দেখা গেল চিলাপাতা উৎসবে।
এসেছে হাতে তৈরির কাজের বিভিন্ন জিনিস। এমনকি লাইভ তৈরি করে দেওয়া হচ্ছে গয়না।এসেছে ১০ টির বেশি স্টল।চিলাপাতা উৎসব দেখতে আসেন শুধু আলিপুরদুয়ার জেলার মানুষেরা নয়, পার্শ্ববর্তী জেলার মানুষেরা আসেন।এবারে এখানে এসে সোনাঝুরির হাট দেখতে পাওয়া এক উপরি পাওনা। সোনাঝুরির হাটের ব্যবসায়ী অর্পিতা দাস জানান, “কাঁথা স্টিচের কদর রয়েছে। তাই কাঁথা স্টিচের শাড়ি, চুড়িদার বিক্রি হচ্ছে। এছাড়াও কাপড়ের গয়না বিক্রি হচ্ছে। সাড়া খুব ভাল পেলাম। আগামীতেও আসব আমরা।”
advertisement
advertisement
চিলাপাতা উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে আলিপুরদুয়ার। জেলার ১ নম্বর ব্লকের চিলাপাতা মোড়ে শালবাগানে হয়েছে চিলাপাতা উৎসবের আয়োজন।বক্সার পর্যটনে ভাটা দেখা দেওয়ায় এবারে পর্যটকদের দেখা গিয়েছে চিলাপাতায়। জমে উঠেছে চিলাপাতা উৎসবের আদিবাসী মেলা।পর্যটকরা যেন নিরাশ হয়ে না ফিরে যান তার জন্য এই ছোট সোনাঝুরি হাটের আয়োজন।স্থানীয় হস্তশিল্পীরা এসেছেন এখানে।
advertisement
সঙ্গে রয়েছে বোলপুরের বাউল শিল্পী এবং ব্যান্ডও। অন্যদিকে রাভা, মেচ, আদিবাসীর মত বিভিন্ন জনজাতির বিভিন্ন খাওয়ার স্টল পাওয়া যাচ্ছে এই উৎসবে।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: চিলাপাতা উৎসবে এলেই দেখা মিলবে শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement