Bangla News: মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের মাঝেই ভয়ঙ্কর ঘটনা, চা বাগানে মিলল তরুণীর দেহ! গণধর্ষণ করে খুন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangla News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় থাকাকালীন যুবতী খুনের ঘটনায় চাঞ্চল্য। গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল ওই যুবতী। ধর্ষণের অভিযোগ পরিবারের।
আলিপুরদুয়ার: দলসিংপাড়া চা বাগানে যুবতী খুনের ঘটনায় বিরাট চাঞ্চল্য। যুবতীর প্রেমিক বাবলু তেলিকে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত অভিযোগে দলসিংপাড়াতে ভুটানগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় থাকাকালীন যুবতী খুনের ঘটনায় চাঞ্চল্য। গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল ওই যুবতী।
আরও পড়ুন: এমনও সম্ভব! আজীবন কারাবাসের সাজা পেয়ে জেলে ঢুকেই যা বলল সঞ্জয়, চোখ কপালে উঠল সকলের
পরিবারের অভিযোগ তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি ঘটনায় তিন থেকে চারজন যুক্ত। পুলিশ মৃতার প্রেমিককে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের গ্রেফতারের দাবিতে ভুটানগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী। প্রবল উত্তেজনা এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুন: আরামে জেলে থাকা? সঞ্জয়কে দিয়ে এবার যে কাজ করানো হবে, শুনে গা ঘিনঘিন করবে! কী কাজ জানেন?
পরিবার সূত্রে জানা গিয়েছে, দলসিংপাড়া চা বাগান এলাকার বাসিন্দা ২২ বছরের তরুণী নিখোঁজ হয়ে যান। সকাল ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। বিকাল পেরিয়ে যাওয়ার পরও তিনি বাড়িতে ফিরে না এলে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। বিস্তর খোঁজাখুজির পর গভীর রাতে চা বাগানে তরুণীর দেহ উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবার অভিযোগ করতে থাকে যুবতীকে ধর্ষণ করে খুন করেছে।
advertisement
রাজকুমার কর্মকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2025 5:02 PM IST