Sanjay Roy in Presidency Jail: আরামে জেলে থাকা? সঞ্জয়কে দিয়ে এবার যে কাজ করানো হবে, শুনে গা ঘিনঘিন করবে! কী কাজ জানেন?

Last Updated:
Sanjay Roy in Presidency Jail: প্রেসিডেন্সি সংশোধনাগারে কাটবে সঞ্জয় রাইয়ের বন্দিদশা। আর এই বন্দিদশায় সংশোধনাগারের অন্দরে করতে হবে কাজ। কী কাজ করতে হবে সঞ্জয়কে? কত রোজগার হবে?
1/8
আরজি কর ধর্ষণ ও খুনে আমরণ কারাদণ্ডে দণ্ডিত দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই। প্রেসিডেন্সি সংশোধনাগারে কাটবে তার বন্দিদশা। আর এই বন্দিদশায় সংশোধনাগারের অন্দরে করতে হবে কাজ।
আরজি কর ধর্ষণ ও খুনে আমরণ কারাদণ্ডে দণ্ডিত দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই। প্রেসিডেন্সি সংশোধনাগারে কাটবে তার বন্দিদশা। আর এই বন্দিদশায় সংশোধনাগারের অন্দরে করতে হবে কাজ।
advertisement
2/8
কী কাজ করতে হবে সঞ্জয়কে?
কী কাজ করতে হবে সঞ্জয়কে?
advertisement
3/8
প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে দাবি, কমন বাথরুম পরিষ্কার থেকে বাগান পরিচর্যা বা রান্না ঘর পরিষ্কার থেকে জেলের অন্দরে গোডাউনে মাল ওঠা নামার মতো কাজে নিয়োগ করা হতে পারে সঞ্জয়কে।
প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে দাবি, কমন বাথরুম পরিষ্কার থেকে বাগান পরিচর্যা বা রান্না ঘর পরিষ্কার থেকে জেলের অন্দরে গোডাউনে মাল ওঠা নামার মতো কাজে নিয়োগ করা হতে পারে সঞ্জয়কে।
advertisement
4/8
কারা দফতর সূত্রে জানা গিয়েছে, সংশোধনাগারে তিন ধরনের লেবার বা শ্রমিকের কাজ করে থাকেন বন্দিরা। আর তিন ধরনের শ্রমিকের জন‍্য বরাদ্দ আলাদা আলাদা দৈনিক পারিশ্রমিক। সংশোধনাগারে স্কিলড লেবারের জন‍্য দৈনিক বরাদ্দ ১৩৫ টাকা। সেমি স্কিলড লেবারের জন‍্য দৈনিক ১২০ এবং আন স্কিলড লেবারের জন‍্য বরাদ্দ ১০০ টাকা।
কারা দফতর সূত্রে জানা গিয়েছে, সংশোধনাগারে তিন ধরনের লেবার বা শ্রমিকের কাজ করে থাকেন বন্দিরা। আর তিন ধরনের শ্রমিকের জন‍্য বরাদ্দ আলাদা আলাদা দৈনিক পারিশ্রমিক। সংশোধনাগারে স্কিলড লেবারের জন‍্য দৈনিক বরাদ্দ ১৩৫ টাকা। সেমি স্কিলড লেবারের জন‍্য দৈনিক ১২০ এবং আন স্কিলড লেবারের জন‍্য বরাদ্দ ১০০ টাকা।
advertisement
5/8
সূত্রের দাবি, সঞ্জয় দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। সে আন স্কিলড লেবারের কাজ পেতে পারে সংশোধনাগারে, অর্থাৎ তার জন‍্য দৈনিক বরাদ্দ থাকবে ১০০ টাকা।
সূত্রের দাবি, সঞ্জয় দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। সে আন স্কিলড লেবারের কাজ পেতে পারে সংশোধনাগারে, অর্থাৎ তার জন‍্য দৈনিক বরাদ্দ থাকবে ১০০ টাকা।
advertisement
6/8
আন স্কিলড লেবার দিয়ে সংশোধনাগারে বাগান পরিচর্যা, রান্নাঘর পরিষ্কার, কমন বাথরুম পরিষ্কার অর্থাৎ সুইপারের কাজ করানো হয়ে থাকে। এই ধরনের কাজ পেতে পারে সঞ্জয় বলেও সংশোধনাগার সূত্রে খবর।
আন স্কিলড লেবার দিয়ে সংশোধনাগারে বাগান পরিচর্যা, রান্নাঘর পরিষ্কার, কমন বাথরুম পরিষ্কার অর্থাৎ সুইপারের কাজ করানো হয়ে থাকে। এই ধরনের কাজ পেতে পারে সঞ্জয় বলেও সংশোধনাগার সূত্রে খবর।
advertisement
7/8
তবে তাকে দিয়ে ঠিক কী করানো হবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দু-একদিনের মধ‍্যেই সঞ্জয়কে জানিয়ে দেওয়া হবে কী কাজ করতে হবে।
তবে তাকে দিয়ে ঠিক কী করানো হবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দু-একদিনের মধ‍্যেই সঞ্জয়কে জানিয়ে দেওয়া হবে কী কাজ করতে হবে।
advertisement
8/8
অন‍্যদিকে, মাসে যে টাকা সে পাবে পারিশ্রমিক বাবদ তার অর্ধেক সঞ্জয় খরচ করতে পারবেন। বাকি অর্ধেক টাকা সঞ্চিত থাকবে তার পরিবারের জন‍্য। এমনটাই নিয়ম রয়েছে কারা দফতরের। এখন দেখার সঞ্জয়কে কী কাজে নিয়োগ করা হচ্ছে সংশোধনাগারে। (রিপোর্টার-- অমিত সরকার)
অন‍্যদিকে, মাসে যে টাকা সে পাবে পারিশ্রমিক বাবদ তার অর্ধেক সঞ্জয় খরচ করতে পারবেন। বাকি অর্ধেক টাকা সঞ্চিত থাকবে তার পরিবারের জন‍্য। এমনটাই নিয়ম রয়েছে কারা দফতরের। এখন দেখার সঞ্জয়কে কী কাজে নিয়োগ করা হচ্ছে সংশোধনাগারে। (রিপোর্টার-- অমিত সরকার)
advertisement
advertisement
advertisement