Mamata Banerjee: কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া ভাল ছিল, খারাপ করেছে সিপিএম: মমতা

Last Updated:
সিপিএমকে নিশানা করলেন মমতা৷
সিপিএমকে নিশানা করলেন মমতা৷
কলকাতা: কয়েক দিন আগেই তিনি অভিযোগ করেছিলেন, সিপিএমের কথায় চলছে ইন্ডিয়া জোট৷ সিপিএমের কোনও পরামর্শ তিনি শুনবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে অভিযোগ করেছিলেন, ইন্ডিয়া জোটের বৈঠকেও অপমানিত হতে হয় তাঁকে৷
এ দিন মালদহ এবং মুর্শিদাবাদের সভা থেকেও বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া ভেস্তে যাওয়ার জন্য সরাসরি সিপিএমকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রী এ দিন বলেন, সিপিএম বিজেপির সবথেকে বড় দালাল৷ দেখেননি ৩৪ বছর? আমার সঙ্গে কংগ্রেসের ভাল বোঝাপড়া ছিল৷ কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া যদি কেউ খারাপ করে থাকে তাহলে তার নাম সিপিএম৷
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, গান্ধিদের সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল৷ রাজনৈতিক নয়, ওদের পরিবারের সঙ্গে আমার ভাল সম্পর্ক৷ আমি তো দুটো আসন মালদহে কংগ্রেসকে দিতেও চেয়েছিলাম৷ আমি প্রস্তাব দিলাম প্রথমে৷ তোমাদের একটাও এমএলএ নেই, তবু মালদহের দুটো সিট আমি ছেড়ে দিচ্ছি৷ জিতিয়ে দেবো৷ বলল না হবে না৷ আমি সঙ্গে সঙ্গে বললাম, ছেড়ে দেও নমস্কার৷ কটা আসন ছাড়ব, বিয়াল্লিশটাই? তার পরে সবকটায় বিজেপি জিতুক৷
advertisement
সিপিএমকে নিশানা করে মমতা আরও বলেন, ‘সিপিএম বিজেপির সবথেকে বড় দালাল৷ আমি সিপিএমের ওরা আমার মাথায় মেরেছে, পায়ে মেরেছে, চোখে মেরেছে৷ ওদের কোনও কথা আমি শুনব না৷ আমার বিজেপিকে হারানোর হিম্মত আছে, আমি একাই লড়ব৷ ভারতবর্ষে কোনও দল যদি বিজেপিকে হারাতে পারে সেটা তৃণমূল কংগ্রেস৷’
মমতা বন্দ্যোপাধ্যায় বার বার একলা চলার বার্তা দিলেও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কিন্তু এখনও তাঁর প্রতি নমনীয় বার্তাই দিচ্ছে৷ এ দিনও কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘মমতাজি এবং আমাদের উদ্দেশ্য এক,তা হল বিজেপিকে পরাজিত করা৷ ফলে রাস্তা আলাদা হলেও আমাদের গন্তব্য এক৷’
advertisement
তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছে সিপিএম নেতৃত্ব৷ সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, ‘আমরা তো জানতাম আরএসএস-এর নির্দেশে উনি বিরোধী প্ল্যাটফর্ম ভাঙতে এসেছেন৷ সেই কাজ উনি করতে পারলে থাকবেন, নাহলে বেরিয়ে যাবেন৷’
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া ভাল ছিল, খারাপ করেছে সিপিএম: মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement