Mamata Banerjee: অধীরের বহরমপুর নয়, কংগ্রেসকে এই দুই আসন ছাড়তে চেয়েছিল তৃণমূল! জানালেন মমতা

Last Updated:

কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক তুলনামূলক ভাবে ভাল৷ কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রথম থেকেই আপত্তি রয়েছে৷

অধীর রঞ্জন চৌধুরী ও মমতা বন্দ্যোপাধ্যায়৷
অধীর রঞ্জন চৌধুরী ও মমতা বন্দ্যোপাধ্যায়৷
বহরমপুর: লোকসভা নির্বাচনে কংগ্রেসকে মালদহের দুটো আসনই ছাড়তে রাজি ছিল তৃণমূল৷ এ দিন অধীর চৌধুরীর খাসতালুক বহরমপুরে দাঁড়িয়ে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর এই কথা থেকেই পরিষ্কার, অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুর আসনটিও কংগ্রেসকে ছাড়তে রাজি ছিল না তৃণমূল৷
কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক তুলনামূলক ভাবে ভাল৷ কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রথম থেকেই আপত্তি রয়েছে৷ কারণ বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের কঠোর সমালোচক বলেই পরিচিত অধীর৷ শুধু তাই নয়, তৃণমূলের সঙ্গে এ রাজ্যে কংগ্রেসের জোট নিয়েও এ রাজ্যের একাধিক কংগ্রেস নেতার প্রথম থেকেই আপত্তি ছিল৷
advertisement
advertisement
এ দিন মালদহের সভা থেকে কংগ্রেসকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে্ন, ‘আমি বলেছিলাম তোমাদের একটাও এমএলএ নেই, তবু মালদহের দুটো সিট আমি ছেড়ে দিচ্ছি৷ জিতিয়ে দেবো৷ বলল না হবে না৷ আমি সঙ্গে সঙ্গে বললাম ছেড়ে দেও নমস্কার৷ কটা আসন ছাড়ব, বিয়াল্লিশটাই? তার পরে সবকটায় বিজেপি জিতুক৷’
advertisement
যদিও কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া ভেস্তে যাওয়ার জন্য এ দিনও সরাসরি সিপিএমকেই দায়ী করেছেন তৃণমূলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিপিএম বিজেপির সবথেকে বড় দালাল৷ ওরা আমার মাথায় মেরেছে, পায়ে মেরেছে, চোখে মেরেছে৷ কী না অত্যাচার করেছে৷ কোনও দিন ক্ষমা করতে পারব না৷’
এ দিনও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ‘আমি একাই লড়ব৷ আমার সেই হিম্মত আছে৷ ভারতবর্ষে কেউ যদি বিজেপিকে হারাতে পারে সেটা হল তৃণমূল কংগ্রেস৷’
advertisement
মালদহ জেলায় দুটি লোকসভা আসন রয়েছে, সেগুলি হল মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ৷ এর মধ্যে মালদহ উত্তর আসনটি বিজেপির দখলে রয়েছে৷ মমতার ঘোষণা থেকে স্পষ্ট, কংগ্রেসকে তাদের জেতা একটি আসনই ছাড়তে রাজি ছিল তৃণমূল নেতৃত্ব৷ কারণ এ রাজ্যে মালদহ দক্ষিণ ছাড়া একমাত্র বহরমপুরই কংগ্রেসের দখলে রয়েছে৷ যেখানকার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: অধীরের বহরমপুর নয়, কংগ্রেসকে এই দুই আসন ছাড়তে চেয়েছিল তৃণমূল! জানালেন মমতা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement