Rahul Gandhi: ন্যায়যাত্রার মাঝেই 'বিশৃঙ্খলা'! মালদহে ভাঙল রাহুল গান্ধির গাড়ির কাচ! কী পড়েছে? উত্তরে যা বললেন অধীর
- Written by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rahul Gandhi: বিহার থেকে আজ ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মালদহে রাহুল গান্ধি। একটি সভা করার পাশাপাশি রোড শো করারও কথা রয়েছে রাহুলের।
মালদহ : বিহার থেকে আজ ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মালদহে রাহুল গান্ধি। একটি সভা করার পাশাপাশি রোড শো করারও কথা রয়েছে রাহুলের। কিন্তু এরইমধ্যে উঠল চরম বিশৃঙ্খলার অভিযোগ। জানা যাচ্ছে আচমকা কিছুর আঘাতে ভেঙেছে রাহুল গান্ধির গাড়ির কাচ। সেই সময় গাড়িতেই ছিলেন রাহুল।
বিহারের পর পশ্চিমবঙ্গে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয় আজ মালদহের ভালুকায়। রাহুল গান্ধি যে গাড়িতে ছিলেন সেই গাড়ির কাচ ভেঙেছে বলেই সূত্রের খবর। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কিছু একটা পড়েছিল। কী পড়েছিল বলতে পারব না।”
advertisement
advertisement
আজ একইদিনে মালদহে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকাল ১১ টা নাগাদ মালদহ পুলিস লাইনে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে। এরপর পুলিশ লাইন থেকে মালদহ জেলা ক্রীড়া সংস্থা ময়দান পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদহ জেলা ক্রীড়া ময়দানে প্রশাসনিক সভায় অংশ নিয়েছেন মমতা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মালদহ শহরকে। তারইমধ্যে আজ রাহুল গান্ধির গাড়িতে আচমকা কাচ ভাঙার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2024 1:17 PM IST







