Malda News: ছাদে রাখা বাড়ি তৈরির সামগ্রীতে দাউদাউ করে আগুন, বাজার এলাকায় তীব্র আতঙ্ক মালদহে

Last Updated:

Malda News: ছাদে রাখা বাড়ি তৈরির সমগ্রীতে আগুন মালদহের পাকুয়াহাটের সদর এলাকায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

বিধ্বংসী আগুন
বিধ্বংসী আগুন
মালদহ, সেবক দেবশর্মা: শীতের রাতে দাউদাউ করে আগুন। বাড়ি তৈরির জন্য রাখা সামগ্রীতে আগুন লেগে তীব্র আতঙ্ক। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বামনগোলা ব্লকের পাকুয়াহাটের সদর এলাকায় হয়েছে এই অগ্নিকাণ্ড। ওই এলাকায় একটি শপিং মলের পাশে নতুন তিনতলা ভবন তৈরি হছে।
সেখানে রয়েছে ছাদ তৈরি করার সাটারিং কাঠ। সেখানেই শনিবার প্রায় নটা নাগাদ হঠাৎ করে দাউদাউ করে জ্বলে উঠে আগুন। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে আছে ঘটনাস্থলে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয় দমকলেও।
advertisement
advertisement
পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। পরে দমকল একটি ইঞ্জিন ঘটনাস্থলা আসে। আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ আসে প্রায় সাড়ে দশটা নাগাদ। যদি এখন পর্যন্ত কীভাবে এই আগুন লাগল, তা জানা জায়নি। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
এই অগ্নিকাণ্ডের জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা অনুমান করছেন, যদি এই অগ্নিকাণ্ড বেশি রাতে হত, তাহলে আরও বড়সড় আকার নিতে পারত। আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। পাশাপশি কীভাবে আগুন লাগল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ছাদে রাখা বাড়ি তৈরির সামগ্রীতে দাউদাউ করে আগুন, বাজার এলাকায় তীব্র আতঙ্ক মালদহে
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement