Tiger Panic: ছাগলের টোপ কাজে এল না, যেকোনও সময় লোকালয়ে ঢুকতে পারে বাঘ! জি-প্লটে মাইকিং, সতর্ক করছে প্রশাসন

Last Updated:

South 24 Parganas Tiger Panic: বাঘের আতঙ্কে পাথরপ্রতিমা জি প্লট এলাকায়। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

সতর্কতামূলক মাইকিং
সতর্কতামূলক মাইকিং
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগণা, বিশ্বজিৎ হালদার: বাঘের আতঙ্কে পাথরপ্রতিমা জি প্লট এলাকায়। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। যে কারণে নতুন করে বাঘের আতঙ্ক ছড়াল পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতে।
এলাকার বাসিন্দাদের সতর্ক করতে শনিবার সকাল থেকে শুরু হয়েছে মাইকিং। ধোনচির জঙ্গলে গ্রামবাসীদের মাছ ও কাঁকড়া ধরতে যেতে নিষেধ করা হয়েছে। জানা গিয়েছে, গত প্রায় এক সপ্তাহ আগে পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরে প্রথম বাঘের পায়ের ছাপ দেখা যায়। এরপরই বন দফতরের কর্মীদের বিষয়টি জানানো হয়েছিল।
advertisement
advertisement
পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে নাইলনের জাল দিয়ে পুরো এলাকাটি ঘিরে দিয়েছিলেন বন কর্মীরা। বাঘ যাতে লোকালয়ে ঢুকতে না পারে তার জন্য এই পদক্ষেপ করা হয়েছিল। সেই ঘটনায় প্রায় তিন দিন ধরে বাঘটিকে ধরার জন্য জঙ্গলের ভিতরে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত বন দফতরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, লোকালয় লাগোয়া জঙ্গলে থাকা বাঘটি নদী পেরিয়ে ধোনচির জঙ্গলে চলে গিয়েছে।
advertisement
এরপর থেকেই জি-প্লট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা আতঙ্কের মধ্যে পড়ে যান। কারণ ধোনচির খুব কাছের দ্বীপ হল এই গ্রাম পঞ্চায়েতটি। তাই বন দফতরের অনুমান, যে কোনও সময়ে নদী পেরিয়ে ওই বাঘটি এই দ্বীপে চলে আসতে পারে। সেই কারণে আগে ভাগে এলাকার বাসিন্দাদের সতর্ক ও সচেতন করতে এখানে মাইকিং শুরু হয়েছে। পাশাপাশি মাছ ও কাঁকড়া ধরতে যাওয়ার ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বিপদ এড়াতে আগেভাগেই সতর্ক করা হচ্ছে মানুষকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger Panic: ছাগলের টোপ কাজে এল না, যেকোনও সময় লোকালয়ে ঢুকতে পারে বাঘ! জি-প্লটে মাইকিং, সতর্ক করছে প্রশাসন
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement