Fake Lottery: এবার বাঁকুড়ায় ভুয়ো লটারির কারবার, গোপন অভিযানে জালিয়াতির পর্দাফাঁস করল সিআইডি! গ্রেফতার এক
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Bankura Fake Lottery: জাল ভুটাল লটারির পর্দাফাঁস সিআইডির গোপন অভিযানে। বাঁকুড়া থেকে গ্রেফতার এক কারবারি।
পাত্রসায়ের, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাল CID। অভিযানে ভুটান লটারির জাল টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার এক। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রামের পর এবার বাঁকুড়ায় অভিযান চালালো সিআইডি। অভিযান চালিয়ে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের হলদবুনি গ্রাম থেকে ভুটান লটারির জাল টিকিট ব্যবসার সাথে যুক্ত এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি।
ধৃতের কাছ থেকে লটারির বেশ কিছু জাল টিকিট উদ্ধার করা হয়েছে। রাজ্য জুড়ে লটারির জাল টিকিটের কারবারে ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের কোটি কোটি টাকার রাজস্ব। সেই বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে এ রাজ্যের গোয়েন্দা বিভাগ। লটারির জাল টিকিটের রমরমা ব্যবসা রুখতে কোমর বেঁধে অভিযানেও নেমেছে সিআইডি।
advertisement
advertisement
সম্প্রতি ঝাড়গ্রাম জেলায় অভিযান চালিয়ে এই জাল টিকিটের ব্যবসা রুখে দেয় রাজ্যের তদন্তকারী সংস্থা। এরপর বাঁকুড়ায় এই জাল টিকিট ব্যবসার তদন্তে নামে সিআইডি। তদন্তে বিশেষ সূত্রে জানতে গোয়েন্দারা জানতে পারেন, বাঁকুড়ার পাত্রসায়ের থানার ডান্না গ্রামের বিনোদ বাগদী নামের এক লটারি বিক্রেতা পার্শ্ববর্তী বাজার হলদবুনিতে ভুটান লটারির জাল টিকিট বিক্রি করছে।
advertisement
আরও পড়ুন: কালী মন্দিরে পরপর দু’দিন চুরির চেষ্টা, তালা ভেঙে ঢুকেও ফিরতে হল খালি হাতে! দুর্গাপুরে চাঞ্চল্য
খবর পেতেই অভিযান চালিয়ে ওই টিকিট ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে সিআইডি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ভুটান লটারির বেশ কিছু জাল টিকিট। ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে ৩ দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় সিআইডি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই জাল টিকিট কারবারের মূল চক্রীদের সন্ধান চালানো হবে বলে গোয়েন্দ বিভাগ সূত্রে খবর। যদিও ধৃত লটারি ব্যবসায়ীর দাবি, এই লটারির টিকিট জাল, তা তাঁর জানা ছিল না। তিনি পাইকারি দরে টিকিট কিনে এনে খুচরো বিক্রি করতেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
December 07, 2025 12:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Lottery: এবার বাঁকুড়ায় ভুয়ো লটারির কারবার, গোপন অভিযানে জালিয়াতির পর্দাফাঁস করল সিআইডি! গ্রেফতার এক


