Newspaper Collection: বহু ভাষায় ৭০০-রও বেশি সংবাদপত্র তাঁর সংগ্রহে! তিলে তিলে সাজানো রত্নভান্ডার আগলে রেখেছেন গ্রন্থাগারিক

Last Updated:

Newspaper Collection: মালদহের গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা তিনি নিজের উদ্যোগেই এই প্রদর্শনীর আয়োজন করেছেন, ভারতীয় বিভিন্ন ভাষার প্রায় ৭০০ সংবাদপত্র রয়েছে তাঁর সংগ্রহশালায়

+
সংবাদপত্রের

সংবাদপত্রের প্রদর্শনী

হরষিত সিংহ, মালদহ: সংবিধান স্বীকৃত প্রায় প্রতিটি ভারতীয় ভাষার সংবাদপত্র তাঁর সংগ্রহশালায়।‌ বহু প্রাচীন সংবাদপত্র রয়েছে। দৈনিক থেকে সাপ্তাহিক বা পাক্ষিক। সব মিলিয়ে প্রায় সাত শতাধিক সংবাদপত্র রয়েছে তাঁর সংগ্রহশালায়। এমন কিছু সংবাদপত্র রয়েছে যেগুলি বর্তমানে আর প্রকাশিত হয় না। তবে তিনি সেগুলিকে আগলে রেখেছেন। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এখনও তিনি সংবাদপত্র সংগ্রহ করেই চলেছেন। উদ্দেশ্য একদিন তিনি দেশের সমস্ত সংবাদপত্রের তালিকা লিপিবদ্ধ করতে চান। তাই তিনি বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে সংগ্রহ করে চলেছেন বর্তমান থেকে শুরু করে অতীতে প্রকাশিত হওয়া সংবাদপত্র।
২৮ জানুয়ারি সংবাদপত্র দিবস। এই দিনটিকে সামনে রেখেই গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা নিজের বাড়িতে বিশেষ প্রদর্শনের আয়োজন করেছেন। তিন দিনব্যাপী তিনি নিজের বাড়ির সংগ্রহশালায় এই সমস্ত সংবাদপত্রগুলি সাজিয়ে গুছিয়ে রেখেছেন। অনেকেই আসছেন তাঁর সংগ্রহশালায় সংবাদপত্র দেখার তাগিদে। বিগত কয়েক বছর ধরেই মালদহের গ্রন্থাগারিক সুবীরবাবু এই সংবাদপত্র সংগ্রহের কাজ শুরু করেছেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাংলা, অসমিয়া, কাশ্মীরি, তামিল তেলুগু-সহ ভারতীয় বিভিন্ন ভাষার সংবাদপত্র গুলি সংগ্রহ করছেন। বিভিন্ন ছোট ছোট শহরের স্থানীয় ক্ষুদ্র সংবাদপত্র গুলিও তিনি সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছেন।
advertisement
দেশের সমস্ত সংবাদপত্রগুলিকে যেন একত্রিতভাবে লিপিবদ্ধ করতে পারেন সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন তিনি। গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা বলেন, আমার উদ্দেশ্য সংবাদপত্রের বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করা। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রায় প্রতিটি ভাষার দৈনিক সাপ্তাহিক সংবাদপত্রগুলি সংগ্রহ করছি। তিন দিনব্যাপী বাড়িতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছি।
advertisement
advertisement
আরও পড়ুন : চালের গুঁড়োর মিষ্টিই প্রধান উপকরণ, আজও গ্রামীণ বধূরা পালন করেন প্রাচীন দোল্লা ব্রত
এখন পর্যন্ত তাঁর সংগ্রহশালায় প্রায় ৭০০ সংবাদপত্র রয়েছে। তিনি চান অন্যান্যরাও এমন সংগ্রহে আগ্রহ প্রকাশ করুক। সকলের মধ্যে এমন প্রবণতা দেখা দিলে দেশের সংস্কৃতি ঐতিহ্য লিপিবদ্ধ করা সহজ হবে। সংবাদপত্রের গুরুত্ব সকলের কাছে খুব সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হবে। সমাজ সংস্কার থেকে দেশের স্বাধীনতা প্রতিটি ক্ষেত্রেই সংবাদপত্রের যে গুরুত্ব রয়েছে তা সকলের মধ্যে এমন সংগ্রহের মধ্যেই ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Newspaper Collection: বহু ভাষায় ৭০০-রও বেশি সংবাদপত্র তাঁর সংগ্রহে! তিলে তিলে সাজানো রত্নভান্ডার আগলে রেখেছেন গ্রন্থাগারিক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement