Folk Rituals: চালের গুঁড়োর মিষ্টিই প্রধান উপকরণ, আজও গ্রামীণ বধূরা পালন করেন প্রাচীন দোল্লা ব্রত

Last Updated:

Folk Rituals: ইলোই তিলোই ঠাইনের দোল্লা ব্রত পালনের মধ্যে দিয়েই গ্রাম বাংলায় পুজো হয় এই দেবীর, রয়েছে বিশেষ রীতি

+
ব্রত

ব্রত পালন

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: গ্রামবাংলায় এভাবেও পুজো করা হয় দুর্গাকে! দোল্লা ব্রত বা ইলোই তিলোই ঠাইনের ব্রত আজও গ্রাম বাংলায় পালন করেন বহু গৃহিণী। পুজোয় রয়েছে বিশেষ আচার। ২১ টি তুলসিপাতা, ধান ও দুব্বা সহযোগে ২১টি দোল্লা অর্থাৎ চালের গুঁড়ো দুধ গুড় দিয়ে তৈরি বিশেষ আকৃতির মিষ্টি দিয়ে ঠাকুরকে নিবেদন করা হয় ভোগ। পুজোর দিন কোনরকম অন্ন গ্রহণ করা যায় না। পুজো শেষে ওই দোল্লা মিষ্টি গ্রহণ করতে হয়। মূর্তি নয়, ঘটেই করা হয় দেবী মা পার্বতীর এই আরাধনা।
আরও পড়ুন : কোষ্ঠকাঠিন্যর যম! কোলেস্টেরলের মহৌষধ! ব্লাড সুগারে অব্যর্থ মটরশুঁটির খোসা! জানুন কীভাবে খাবেন
প্রচলিত বিশ্বাস, এই ব্রত পালন করলে সংসারে আসে সুখ-সমৃদ্ধি, দূর হয় জীবনের সমস্যা। সেই বিশ্বাসেই অতীতকাল থেকে চলে আসছে এই ব্রত পালনের রীতি। এখনও গ্রাম বাংলার বহু গৃহিণী নির্দিষ্ট সময়ে বিশেষ এই ব্রত পালন করে থাকেন। শোনা যায়, এই ব্রত পালনের মধ্যে দিয়ে নিঃসন্তান দম্পতিরাও সন্তান লাভ করেন। হিন্দুরীতি মেনে তাই আজও এহেন ব্রত কথা বেশ জনপ্রিয় বঙ্গে। এই পুজো উপলক্ষেই গৃহিণীরা একত্রিত হয়ে পরিবার পরিজনদের শুভ কামনায় ব্রতী হন। পুজো করতে প্রয়োজন পড়ে না কোন পুরোহিতের, তাই নিজেরাই করতে পারেন এই দোল্লা ব্রত পুজো।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Folk Rituals: চালের গুঁড়োর মিষ্টিই প্রধান উপকরণ, আজও গ্রামীণ বধূরা পালন করেন প্রাচীন দোল্লা ব্রত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement