পুজোয় বাড়ি আসা, ভাসান দেখে আর ঘরে ফেরা হল না মালবাজারের স্বর্ণদীপের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
মেধাবী ছাত্রের চলে যাওয়া মেনে নিতে পারছে না প্রতিবেশীরা।
আবীর ঘোষাল, মালবাজার: ছেলেটা বাড়ি এসেছিল ছুটিতে। পদার্থবিদ্যা ভালো বাসা ছেলেটার মন পড়েছিল ডুয়ার্সে। বিজ্ঞানের জটিল তত্ত্বের অঙ্ক কষতে কষতে পুজো চলে এসেছিল। নদীর পাড়ে কাশ ফুলের দোলার খবর পৌঁছে গিয়েছিল রহড়ায়। সেখানেই পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করতেন স্বর্ণদীপ অধিকারী। বাড়ি আসলেই প্রিয় বন্ধু হয়ে যেতেন জ্যেঠু। সেই জ্যেঠুর সাথেই, পরিবারের সদস্যদের সঙ্গে বিসর্জনের ঘাটে পৌঁছে গিয়েছিলেন।
স্বাস্থ্য দফতরে কাজ করতেন তপন অধিকারী। সত্তরোর্ধ তপন অধিকারী নিজে পাড়ায় অত্যন্ত পরিচিত ব্যক্তি ছিলেন। এলাকার সকলেই তাকে একডাকে চিনত। মালবাজারের অধিকারী পরিবারের সকল সদস্য একসাথেই দশমীর সন্ধ্যায় গিয়েছিল ঠাকুর ভাসান দেখতে। আর সেখানেই ঘটে যায় এই চরম বিপর্যয়। গোটা পাড়া তা ভুলতে পারছে না। এদিন স্বর্ণদীপের কথা উঠতেই পাড়ার সকল সদস্যরা সমস্বরে জানিয়েছেন, তারা ভেবে উঠতেই পারছেন না পাড়ার মেধাবী ছেলেটা আর নেই। এদিনও সকাল থেকে তাদের বাড়িতে ভিড় করে বসে আছেন গোটা পাড়া। বাড়ির ছেলের সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ৷ মেধাবী ছাত্রের নানা বই সাজানো। বারেবারেই বাড়ির লোক মনে করাচ্ছেন, কিছুই হয়নি। স্বর্ণদীপ আবার ফিরে আসবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন- বাচ্চারা থাক বাড়িতেই! সম্পর্কের উষ্ণতা ফেরাতে পাড়ি দিন দেশের এই কয়েকটি অ্যাডাল্ট হোটেলে
যদিও রহড়া রামকৃষ্ণ মিশনের সেই ছাত্রের আর ঘরে ফেরা হল না। এদিন তার এক পরিবারের সদস্য বলছিলেন, ভাগ্যের এ এক নির্মম পরিহাস ৷ আমরা প্রতি বছর এই ঘাটে বিসর্জন দেখতে যাই। এই ঘাটে ওই দিন মেলা বসে। আশেপাশের বিভিন্ন চা বাগান থেকে বহু মানুষ আসেন৷ কেউ মনে করে বলতে পারবে না, কখনও এমন ঘটনা ঘটেছে৷ স্থানীয়দের অবশ্য বক্তব্য, অন্যান্য বারের তুলনায় এবার ঘাট একটু অন্য রকম। সেক্ষেত্রে তাদের বক্তব্য অন্যান্য বার যেমন মেলার দিকের অংশেই প্রতিমা নিরঞ্জন করা হয়৷ এবারও তেমনটা করা উচিত ছিল। তবে অধিকারী পরিবার সিদ্ধান্ত নিয়েছে আর কোনওদিন তারা প্রতিমা নিরঞ্জনের জন্য যাবেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 6:04 PM IST