হোম /খবর /লাইফস্টাইল /
বাচ্চারা থাক বাড়িতেই!সম্পর্কের উষ্ণতা ফেরাতে যান দেশের কয়েকটি অ্যাডাল্ট হোটেলে

বাচ্চারা থাক বাড়িতেই! সম্পর্কের উষ্ণতা ফেরাতে পাড়ি দিন দেশের এই কয়েকটি অ্যাডাল্ট হোটেলে

Photo: Collected

Photo: Collected

ছুটিছাটায় যাওয়া? সেখানেও তো লেজুড় হিসেবে সঙ্গে থাকে সন্তানেরা, দাম্পত্যে সুখের চেয়ে কর্তব্যের ভার বেশি হয়ে ওঠে! দম্পতিদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতেই দেশের বেশ কয়েকটি অ্যাডাল্ট হোটেল তাদের দরজা খুলে দিয়েছে।

  • Last Updated :
  • Share this:

কলকাতা: ঠিক কবে শেষ তৈরি হয়েছিল সম্পর্কের প্রথম দিনের মতো অন্তরঙ্গতার সুযোগ? শারীরিক বা মানসিক?

আমাদের দেশের বহু দম্পতিকেই এই প্রশ্নটা করা হলে তাঁরা অস্বস্তিতে পড়বেন। সত্যিই তো, সংসার আর সন্তানের দায়িত্ব সামলে তার পর কী আর নিজেদের দিকে তাকানোর সুযোগ থাকে! সবার সব দাবি মিটিয়ে স্বামী হয় তো স্মার্টফোনে আঙুল বুলিয়ে ঢলে পড়েন ঘুমের ঘোরে। সবাই ঠিক মতো ঘুমিয়েছেন কি না দেখে বিছানার দিকে আসতে আসতে গৃহিণীরও দু'চোখের পাতা যেন বুজে আসতে চায়।

ছুটিছাটায় যাওয়া? সেখানেও তো লেজুড় হিসেবে সঙ্গে থাকে সন্তানেরা, দাম্পত্যে সুখের চেয়ে কর্তব্যের ভার বেশি হয়ে ওঠে!

দম্পতিদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতেই দেশের বেশ কয়েকটি অ্যাডাল্ট হোটেল তাদের দরজা খুলে দিয়েছে। যেখানে বাচ্চাদের নিয়ে যাওয়া কর্তৃপক্ষের তরফে বারণ! দেখে নেওয়া যাক দু'জনে কূজনের সুযোগ দেশের কোন কোন প্রান্তে পাওয়া যায়!

আরও পড়ুন-১০ জনের প্রাণ বাঁচিয়ে হিরো মালবাজারের মানিক

দ্য পার্ক বাগা রিভার গোয়া

দেশে প্রাপ্তবয়স্ক ছুটি কাটানোর কথা উঠলে সবার আগে গোয়ার নামটাই আসে, এখানেই বা তার ব্যতিক্রম হয় কী করে! বাগা নদীর পারে গোয়ার এই রিসর্টে ১৮ বছরের নিচে বয়স হলে প্রবেশ নিষেধ। অতএব, জলের ঢেউ গুনেই হোক বা একে অপরের হার্টবিট- সম্পর্কের উষ্ণতা ফেরাতে এখানে পাড়ি দেওয়াই যায়।

হিমালয়ের কোলে আনন্দের বোলে

আমাদের সংস্কৃত কাব্যে, বিশেষ করে কালিদাসের লেখায় পাওয়া যায় যে হিমালয় হল দেবযোনির নর্মভূমি। নিত্য সেথা বিহার করেন দেব-যক্ষ-কিন্নর-অপ্সরারা। মানুষকেও এবার এই সুযোগ দিচ্ছে হৃষীকেশের আনন্দ রিসর্ট। অপার শান্তি যাতে বাচ্চাদের উপদ্রবে বিঘ্নিত না হয়, সেই জন্যেই এখানে ১৪ বছরের নিচে বয়স হলে প্রবেশ নিষেধ। মন এখানে বুঝে নেয় আরেক মনের ভাষা, কথা বলে শুধু প্রকৃতির বাঙ্ময় রূপ।

আরও পড়ুন-আজ মালবাজার পরিদর্শনে বিজেপির প্রতিনিধিদল, সুকান্তর গড়া ৯ সদস্যের 'টিম বিজেপি' ঘুরে দেখবে দুর্ঘটনাস্থল 

তামারায় আমরা

কর্নাটকের মাদিকেরির তামারায় দায়িত্বের আমাদের অংশটুকু ভুলে শুধু আমরা হয়ে ওঠার পালা। অরণ্যের গভীরে পায়চারি, দু'জনে একত্রে স্নান- এ যেন আদম, ইভের নন্দনকাননে ফিরে যাওয়া, ১২ বছরের নীচে যাদের বয়স, তাদের পিছনে ফেলে রেখে।

বাৎস্যায়ণের উৎসবে

হিমালয়ের আলমোড়ার শিবালিক শিখরে সম্পর্কের তুঙ্গবিন্দুতে পৌঁছে দেবে বাৎস্যায়ণ রিসর্ট। কামশাস্ত্রপ্রণেতার নামে যে আবাস উৎসর্গীকৃত, সেখানে যে সব ভুলে শরীররবে ভেসে যাওয়ার আয়োজন, তা আলাদা করে না বললেও চলে!

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Hotel