Lottery: ৯০ টাকার লটারিতে এক কোটি! টাকা হাতে পাওয়ার আগেই হারাল টিকিট! তারপর যা ঘটল, হার মানাবে সিনেমাকেও

Last Updated:

কোটি টাকার লটারির টিকিট হারিয়ে ফেলেছিলেন বিজেতা

+
লটারিতে

লটারিতে কোটি টাকা জেতা যতীন বর্মন

জলপাইগুড়ি: কোটি টাকা পেয়েও হাত থেকে ফসকে গিয়েছিল সেই টাকা! কিন্তু, ভাগ্য বদলায় কার সাধ্যি! কপাল জোরে মিলল হারিয়ে যাওয়া কোটি টাকার লটারি টিকিট। ৯০ টাকার লটারি কেটেই রাতারাতি কোটিপতি দরিদ্র রাঁধুনি। তবে এই কোটিপতি হওয়ার যাত্রাটা সহজ ছিল না।
বাড়িতে বাড়িতে রান্নার কাজ করে কোনরকমে দিন গুজরান জলপাইগুড়ির ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীব পাড়া ক্যানেল মোড় এলাকার বাসিন্দা যতীন বর্মন। ভাঙা টিনের ছাউনির ঘর, বাড়িতে বিবাহযোগ্য মেয়ে—জীবন চলছিল অভাব আর অনিশ্চয়তার ছায়ায়। কিন্তু গত ২৭ মে বাড়ির পাশের লটারি দোকান থেকে ৯০ টাকায় কেনা টিকিটেই ফিরল ভাগ্যের চাকা। বিকেলে খবর পান, তার টিকিটে লেগেছে এক কোটি টাকার প্রথম পুরস্কার! খুশিতে চোখ ভিজে উঠেছিল ঠিকই, কিন্তু পরদিন ঘটে গেল এক অঘটন! থানায় যাওয়ার পথে হারিয়ে যায় সেই টিকিট।
advertisement
advertisement
ভাগ্য বুঝি আবার মুখ ফিরিয়েছে—এই আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন যতীনবাবু। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ির পাশেই একটি জায়গা থেকে টিকিটটি খুঁজে পান তার এক বন্ধু। আর তারপর আর দেরি না করে সোজা চলে যান নিউ জলপাইগুড়ি থানায়। আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দিন। শুধু পরিবার নয়, গোটা এলাকাই আনন্দে আত্মহারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যতীনবাবু বলেন, “স্বপ্নেও ভাবিনি আমার মত মানুষের জীবনে এমন কিছু হবে।” তবে, লটারি সম্পর্কে সবাইকে সচেতন থাকা উচিত। লটারি ভাগ্যের খেলা, কিন্তু নেশার যেন না হয়। কারো জীবনে আশীর্বাদ হলেও, অনেকের জীবনে তা দুর্ভোগ ডেকে আনে। তাই সচেতনতা হোক অগ্রগামী।
advertisement
সুরজিৎ দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lottery: ৯০ টাকার লটারিতে এক কোটি! টাকা হাতে পাওয়ার আগেই হারাল টিকিট! তারপর যা ঘটল, হার মানাবে সিনেমাকেও
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement