রাঙামাটি চা বাগানে ধরা দিল চিতাবাঘ
Last Updated:
রবিবার সকালে মাল ব্লকের রাঙামাটি চা বাগানে বনদপ্তরের খাচায় বন্দি হল একটি চিতাবাঘ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এদিন দুপুরেই অবশ্য চিতাবাঘটিকে গরুমারা জংগলে ছেড়ে দিয়েছে বনকর্মীরা।স্থানীয় ও বনদপ্তর সুত্রেই জানা গিয়েছে,চা বাগানের ১৪ নং সেকশনের কাছে একটি নার্সারির মধ্যে বেশ কিছুদিন ধরে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রাখা হয়েছিল চিতা ধরার জন্য।
#মালবাজার: রবিবার সকালে মালব্লকের রাঙামাটি চা বাগানে বন দপ্তরের খাচায় বন্দি হল একটি চিতাবাঘ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এদিন দুপুরেই অবশ্য চিতাবাঘটিকে গরুমারা জংগলে ছেড়ে দিয়েছে বনকর্মীরা।স্থানীয় ও বনদপ্তর সুত্রেই জানা গিয়েছে,চা বাগানের ১৪ নং সেকশনের কাছে একটি নার্সারির মধ্যে বেশ কিছুদিন ধরে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রাখা হয়েছিল চিতা ধরার জন্য।
advertisement
বেশ কিছুদিন ধরেই ঐ সেকশনের কাছে চিতাটি উৎপাত করছিল। তাই গত ২০ দিন ধরে সেখানে খাঁচা পেতে রাখা হয়েছিল। এদিন সকাল ১০ টা নাগাদ শ্রমিকেরা ঐ নার্সারিতে কাজ করতে গেলে। তারা চিতাবাঘের গর্জন শুনতে পায়।এরপরই তারা বুঝতে পারেন বনদপ্তরের পাতা ফাদে পা দিয়ে চিতাটি খাচায় আটকা পড়ে গেছে।
advertisement
খবর পেয়ে মালস্কোয়াডের বনকর্মীরা এসে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যায়। মালস্কোয়াডের রেঞ্জার দুলাল দে বলেন সাব এডাল্ট চিতাটি পুরুষ ১ বছর বয়সি। দুপুরেই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2018 5:46 PM IST