মহিলার প্রতি অশালীন আচরণ করে গ্রেফতার অভিযুক্ত যুবক
Last Updated:
রবিবার দক্ষিণ দিল্লিতে একজন মহিলার সামনে অশ্লীল কাজ করে ও তাকে অশ্লীল ইঙ্গিত করায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷
#দক্ষিণ দিল্লি: রবিবার দক্ষিণ দিল্লিতে একজন মহিলার সামনে অশালীন আচরণ করে, অশ্লীল ইঙ্গিত করায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫০৯ (শব্দ, অঙ্গভঙ্গি বা একটি মহিলার শালীনতার অপমান করা) ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
আরও পড়ুন : ফের গণধর্ষণে উত্তপ্ত উন্নাও, অভিযুক্ত কাউন্সিলর
advertisement
মহিলার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে ৷ দিল্লির বসন্তকুঞ্জ থানার পুলিশ জানায় বৃহস্পতিবার মহিলার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা অভিযুক্ত যুবক ধাক্কা মারে ৷ আওয়াজ পেয়ে মহিলা দরজা খোলেন ৷ তাঁকে দেখেই অভিযুক্ত যুবক শালীনতার সীমা ছাড়ায় ৷ অশ্লীল অঙ্গভঙ্গি করে ৷ অশ্লীলতার শিকার হয়ে ঐ মহিলা চিৎকার করে তার বন্ধুকে ডাকলে অভিযুক্ত তৎক্ষনাত সেখান থেকে পালিয়ে যায় ৷
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত যুবক পেশায় শিক্ষক ৷ সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে শনাক্ত করা হয় ৷ মহিলার ওপর অশালীন আচরণের জন্য অভিযুক্তের ১৪ মাসের জেল হয় ৷ পরে অবশ্য জামিনে মুক্তি পায় অভিযুক্ত ৷
Location :
First Published :
April 15, 2018 2:34 PM IST