Kangaroo Rescued: উত্তরবঙ্গে ফের উদ্ধার ক্যাঙারুর ছানা! পাচারকারীদের সন্ধানে হন্যে বন আধিকারিকরা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Kangaroo Poaching: উদ্ধার করা ওই তৃতীয় শাবকটিকেও (Kangaroo Rescued) বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে।
#জলপাইগুড়ি: আরও একটি ক্যাঙারু উদ্ধার (Kangaroo Rescued) করল বন দফতর। এই নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি ক্যাঙারু শাবক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবেশ প্রেমী তথা বনদফতরের কর্মীদের মধ্যেও। গত শুক্রবার রাতেই জলপাইগুড়ির গজলডোবা এলাকা থেকে দু’টি ক্যাঙারু শাবক উদ্ধার (Kangaroo Rescued) করেছিল বন দফতর। সন্ধ্যায় টহল দেওয়ার সময় ক্যাঙারু দু’টি নজরে পড়ে বন কর্মীদের। এই ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানেই ফের বৈকণ্ঠপুর বন বিভাগের ডাবগ্রাম রেঞ্জের অন্তর্গত ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় আরও একটি ক্যাঙারু শাবক (Kangaroo Rescued) দেখতে পান স্থানীয়রা।

advertisement
খবর পেয়েই ছুটে গিয়ে ওই ক্যাঙারু শাবকটিকে (Kangaroo Rescued) উদ্ধার করেন বন কর্মীরা। গত ১২ মার্চ অসম বাংলা সীমান্তের বারোবিসা এলাকায় পাচারের আগে একটি পূর্ণ বয়স্ক ক্যাঙারু উদ্ধার করেছিল পুলিশ। ক্যাঙারু পাচারের ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়। তার পর থেকেই একের পর এক ক্যাঙারু উদ্ধারের ঘটনার পেছনে পাচার চক্রের যোগসূত্রই খুঁজে পাচ্ছে বন দফতর। মনে করা হচ্ছে, পাচারের জন্যই অস্ট্রেলিয়ার এই প্রাণিগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথে ধরা পড়ে যাওয়ার ভয়েই রাস্তায় ক্যাঙারু শাবকদের (Kangaroo Rescued) ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা।
advertisement

বৈকণ্ঠপুর বন বিভাগের বনাধিকারিক হরি কৃষ্ণণ জানান, উদ্ধার করা ওই তৃতীয় শাবকটিকেও (Kangaroo Rescued) বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে বন দফতর।
advertisement
Santanu Kara
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2022 12:16 PM IST

