Jalpesh Mandir Skywalk: উত্তরবঙ্গের জন্য বিশাল পাওনা! জল্পেশ মন্দির পেল কালীঘাটের মত বন্দোবস্ত! উদ্বোধন করলেন খোদ মুখ্যমন্ত্রী
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মন্দির জল্পেশে এবার নতুন পাওনা ভক্তদের
জলপাইগুড়ি: মহাদেব দর্শনে আর ঝক্কি পোহাতে হবে না ভক্তদের! ঝড়-জল, রোদ থেকে স্বস্তি দিতে জল্পেশ মন্দিরে উদ্বোধন হল অত্যাধুনিক স্কাইওয়াক। গর্ভগৃহে পৌঁছনো হল আরও সহজ ও স্বস্তির। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র জল্পেশ মন্দির। প্রতি বছর শ্রাবণ মাস থেকে শিবরাত্রি পর্যন্ত এই মন্দির চত্বরে ভক্তদের ঢল নামে। এছাড়াও সারা বছর ধরেই ভক্তগণদের আনাগোনা থাকে এই মন্দিরে। এবার ভোগান্তির অবসান ঘটাল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত হল জল্পেশ মন্দিরের জন্য একটি অত্যাধুনিক স্কাইওয়াক। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী নিজেই এই স্কাইওয়াকের উদ্বোধন করেন। নতুন এই স্কাইওয়াকের ফলে সরু গলি আর দীর্ঘ লাইনের ভোগান্তি ছেড়ে এখন সহজেই গর্ভগৃহ পর্যন্ত পৌঁছাতে পারবেন ভক্তরা। রোদ-বৃষ্টি আর ঠেলাঠেলির ভিড় এড়িয়ে এবার শান্ত, স্বাচ্ছন্দ্যে মন্দির দর্শন সম্ভব হবে।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর গাছ! তরতরিয়ে করে বংশবিস্তার, পরিবারের ক্ষতি না চাইলে বাড়ির আশেপাশে দেখলেই ভেঙে গুঁড়িয়ে দিন
advertisement
জল্পেশ মন্দির শুধু উত্তরবঙ্গের নয়, গোটা বাংলার এক আবেগ। যুগের পর যুগ ধরে শিবভক্তদের টানে এই মন্দিরে আসেন হাজার হাজার মানুষ। স্কাইওয়াক নির্মাণ সেই আবেগকে সম্মান জানিয়ে ভক্তদের জন্য এক নতুন পথ খুলে দিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী বলেন, “এই মন্দির উত্তরবঙ্গের গর্ব। ভক্তদের যাতে কোন কষ্ট না হয়, সেই দিকটা মাথায় রেখেই এই স্কাইওয়াক তৈরি করা হয়েছে।” ভক্তদের মুখেও ছিল তৃপ্তির ছাপ। তাদের একাংশের কথায় ,“এখন অনেক সহজ হল জল্পেশ দর্শন।”
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 9:45 PM IST
