Parthenium Plant: ভয়ঙ্কর গাছ! তরতরিয়ে করে বংশবিস্তার, পরিবারের ক্ষতি না চাইলে বাড়ির আশেপাশে দেখলেই ভেঙে গুঁড়িয়ে দিন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
চরম ক্ষতি করে এই গাছ, রোগ মুক্ত থাকতে চাইলে দেখলেই নষ্ট করে দিন
জলপাইগুড়ি: এই গাছই ছড়াবে জটিল রোগ! বাড়ির আশেপাশে এই গাছ দেখলেই নির্মূল করুন তাড়াতাড়ি। তা না হলেই ঘটতে পারে বড়সড় বিপদ। জলপাইগুড়ি শহর ও আশপাশের এলাকা জুড়ে এক ভয়ানক সমস্যা দেখা দিয়েছে – সর্বত্র ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম গাছ। অশোকনগর, পান্ডাবাড়া, বউবাজার সহ শহরের একাধিক ওয়ার্ডে রীতিমতো দখল নিয়েছে এই গাছ। এমনকি করলা নদীর ধারেও বিস্তার ঘটিয়েছে পার্থেনিয়াম। ফলে রীতিমত আতঙ্কিত শহরবাসী।
কিন্তু একটি গাছ যে এত ভয়ঙ্কর কেন? জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক পিনাকী সরকার জানান, পার্থেনিয়াম এক প্রকার আগাছা, যার বংশবিস্তার দ্রুত হয়। এটি কেবল মানবদেহ নয়, মাটি ও কৃষিজ ফসলের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। পার্থেনিয়াম গাছের রেণু বাতাসে ছড়িয়ে পড়লে তা থেকে হতে পারে চর্মরোগ, শ্বাসকষ্ট, প্লাসমা এলার্জি সহ নানা জটিল রোগ। বিশেষ করে শিশু, বয়স্ক ও হাঁপানির রোগীরা চরম সমস্যায় পড়ছেন। আশপাশে কোথাও এই গাছ দেখলে গাছ কেটে নির্মূল করা ভীষণভাবে জরুরী বলেই পরামর্শ দেন চিকিৎসক।
advertisement
advertisement
জলপাইগুড়ির এলাকার অনেকেই ইতিমধ্যেই চর্মরোগে ভুগছেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা সোমনাথ দে জানান, “রাস্তাঘাট, খোলা মাঠ, নদীর পাড় – সব জায়গায় এই গাছ বেড়ে চলেছে। এতে একদিকে যেমন শারীরিক ক্ষতি হচ্ছে, তেমনি পরিবেশও দূষিত হচ্ছে।” আরেক বাসিন্দা পূর্ণিমা সরকার বলেন, “প্রশাসনের কাছ থেকে কোন সাড়াই পাচ্ছি না। খুব দ্রুত সাফাই অভিযান না হলে সমস্যা আরও বাড়বে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে সাফাই অভিযান শুরু করে পার্থেনিয়াম নির্মূল করা হোক। নচেৎ এই বিপদ আগামী দিনে আরও বড় আকার নিতে পারে। এখন দেখার, সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে কবে সচেতন হয় স্থানীয় প্রশাসন। কারণ, এই লড়াই শুধুমাত্র গাছের বিরুদ্ধে নয়, নিজেদের সুস্থতার জন্যও বটে!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 8:38 PM IST
