Jalpaiguri News: খাসির মাংস নাকি কুকুরের মাংস! জলপাইগুড়ির বাজারে যা ঘটল, শুনে গা ঘিনঘিন করবে!

Last Updated:

Jalpaiguri News: এক ব্যক্তি মাংসের সঙ্গে একটি কুকুরের ছালও নিয়ে হাজির হয়েছিলেন বাজারে। সে সেগুলো খাসির মাংস বলে বিক্রি করতে শুরু করে।

কুকুরের মাংস বিক্রির অভিযোগ
কুকুরের মাংস বিক্রির অভিযোগ
জলপাইগুড়ি: জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজারে বৃহস্পতিবার ছিল হাটবার। স্থানীয় বাজারে রোজকার বেচাকেনা চলছিল, কিন্তু সেদিন এক অদ্ভুত ঘটনার জেরে পুরো বাজার সরগরম হয়ে ওঠে। সকলের চোখ ছিল এক ব্যক্তির হাতে থাকা একটি মাংসের টুকরো, যা দেখলে মনে হচ্ছিল খাসির মাংস, কিন্তু আসল ঘটনা ছিল ভিন্ন।
এক ব্যক্তি মাংসের সঙ্গে একটি কুকুরের ছালও নিয়ে হাজির হয়েছিলেন বাজারে। সে সেগুলো খাসির মাংস বলে বিক্রি করতে শুরু করে। বাজারের মানুষ মাংসের দৃশ্য দেখে ভিড় জমাতে শুরু করে। তবে যখন কুকুরের ছালটি সামনে আসে, তখন পুরো বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। তারা তদন্ত শুরু করে এবং খুব শিগগিরই জানতে পারে যে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তার নাম মাধব রায়, আর তার বাড়ি রামশাইয়ের হাতিপোতা এলাকায়। সে নিজেই কুকুরটি মেরে এনে, মাংসের টুকরো এবং ছাল নিয়ে বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছিল।
ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়, কিন্তু পুলিশ জানিয়েছে যে, সে মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তার বিরুদ্ধে কোনও গুরুতর আইনি পদক্ষেপ নেওয়া হবে না। তাকে থানায় নিয়ে আসা হয় এবং পরে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় বাজারের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তবে পুরো পরিস্থিতি নিয়ে পুলিশের তদন্ত চলছেই।
advertisement
—- সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: খাসির মাংস নাকি কুকুরের মাংস! জলপাইগুড়ির বাজারে যা ঘটল, শুনে গা ঘিনঘিন করবে!
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement