Dooars Tourism: ভারত-পাক সংঘাত আবহে ভ্রমণের নিয়মে কড়াকড়ি! ডুয়ার্স বেড়াতে গেলে অবশ্যই সঙ্গে রাখুন এইসব নথি!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Dooars Tourism: ভারত-পাক সংঘাত আবহে ডুয়ার্স ঘুরতে এলে অবশ্যই সঙ্গে রাখুন নিজের পরিচয় পত্র। নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আঁটোসাটো।
আলিপুরদুয়ার: ভারত-পাক সংঘাত আবহে ডুয়ার্স ঘুরতে এলে অবশ্যই সঙ্গে রাখুন নিজের পরিচয় পত্র। নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আঁটোসাঁটো। যেকোন মুহূর্তে ডুয়ার্সের হোটেল এবং হোমস্টেগুলিতে আসতে পারেন জেলার পুলিশ কর্মীরা।
সংঘর্ষ বিরতি রয়েছে, তবে নিরাপত্তা ব্যবস্থায় কোন খামতি রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। উত্তর-পূর্ব ভারতের একটি অংশ ডুয়ার্স। বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভুটানের মত আন্তর্জাতিক সীমান্ত। অসম সহ অরুণাচল প্রদেশ প্রবেশের রাস্তা গিয়েছে এই জেলা দিয়ে। এই জেলাতে রয়েছে হাসিমারা বায়ুসেনা ছাউনি, এসএসবি ও ভারতীয় সেনা ছাউনি।
advertisement
advertisement
ভারত-পাক অস্থির পরিস্থিতিতে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা। হাসিমারা বায়ু সেনা ছাউনির ২৫ কিলোমিটার এলাকায় চলছে এখনও কড়া নজরদারি। এই এলাকাগুলির মধ্যে রয়েছে কালচিনি ব্লকের অসংখ্য পর্যটন কেন্দ্র, রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
প্রতিটি পর্যটন স্থলে অবস্থিত হোটেল, হোম স্টেগুলিতে চলছে চেকিং। পুলিশ কর্মীরা সেখানে গিয়ে মেটাল ডিটেক্টর নিয়ে চেকিং করছেন। খতিয়ে দেখছেন পর্যটকদের তালিকা। ডেকে নেওয়া হচ্ছে পর্যটকদের। তাঁদের ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখা হচ্ছে।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 4:02 PM IST







