Indian Railways: সম্পূর্ণ ট্রেন সাধারণ যাত্রীদের জন্যই, এই প্রথম দূরপাল্লার ট্রেনের নেই এসি কামরা!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
৭ জানুয়ারি থেকে যাত্রী নিয়ে ছুটবে ট্রেনটি, মালদহ টাউন বেঙ্গালুরু রুটের সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস রবিবার করে চলবে, গৌড়বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর
মালদহ: দূরপাল্লার ট্রেনে নেই কোন এসি কামরা। শুধুমাত্র স্লিপার ক্লাস রিজার্ভেশন ও জেনারেল কামরা। মূলত এই ট্রেনটি সাধারণ রেল যাত্রীদের কথা চিন্তা ভাবনা করেই চালু করা হয়েছে। সাধারণ কামরাগুলিতেও আপনি একটা বগি থেকে অন্য বগিতে যেতে পারবেন। রয়েছে অত্যাধুনিক শৌচালয় সাধারণ বগিতেও। স্লিপার থেকে সাধারণ কামড়ায় পর্যাপ্ত মোবাইল চার্জের ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই আধুনিক ট্রেনটিতে ঝাঁকুনি অনেক কম। আরামদায়ক রেল যাত্রা করতে পারবেন সাধারণ যাত্রীরা। সেই চিন্তা ভাবনা করেই ভারতীয় রেলের এমন উদ্যোগ।
দেশে প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী।দেশে নতুন ট্রেনের মধ্যে একটি ছুটবে মালদহ টাউন স্টেশন থেকে। নতুন ট্রেন প্রথম জুটছে বাংলার কপালে। রীতিমতো উচ্ছাসিত রেলযাত্রীরা। মালদহ রেল ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে বলেন, মালদহ টাউন স্টেশন থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত ট্রেনের দীর্ঘদিনের দাবি ছিল। অমৃত ভারত এক্সপ্রেস মালদহ টাউন থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত ছুটবে। এই এল অঞ্চলের রেল যাত্রীদের জন্য খুব সুবিধা হল।
advertisement
advertisement
গৌড়বঙ্গ-সহ উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। কারণ এতদিন মালদহ টাউন স্টেশন থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত সরাসরি কোন ট্রেন ছিল না। দীর্ঘদিন ধরেই মালদহ টাউন থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত ট্রেনের দাবি জানিয়ে আসছিলেন জনপ্রতিনিধি থেকে ব্যবসায়ীরা। কারণ গৌড়বঙ্গের তিন জেলা সহ মুর্শিদাবাদ জেলার বহু মানুষ চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যান। সরাসরি রেল যোগাযোগ না থাকাই সমস্যায় পড়তে হয়েছে রোগীদের। এছাড়াও মালদহ ও মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের একাংশ ব্যাঙ্গালোর সহ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে কাজ করেন। তাঁদের ক্ষেত্রেও এই ট্রেন অনেকটাই লাভজনক।রেল সূত্রে জানা গিয়েছে, নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে মোট ২২ টি কোচ রয়েছে।
advertisement
স্লিপার ক্লাস সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য দুইটি আলাদা কামরা রয়েছে। ট্রেনটির দুই দিকেই ইঞ্জিন রয়েছে। ট্রেনটি ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে ছুটবে। মালদহ থেকে বেঙ্গালুরু যেতে সময় লাগবে ৪২ ঘন্টা। ট্রেনটির স্টপেজ অন্যান্য ট্রেনের থেকে বেশি করা হয়েছে। সাপ্তাহিক এই ট্রেনটি প্রথম যাত্রী নিয়ে ছুটবে ৭ জানুয়ারি। মালদহ টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত ১৩৪৩৪ অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি রবিবার সকাল ৮:৫০ মিনিটে মালদহ টাউন স্টেশন থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে। মঙ্গলবার ভোর তিনটের সময় ট্রেনটি পৌঁছাবে বেঙ্গালুরুতে। অন্যদিকে, ১৩৪৩৩ বেঙ্গালুরু থেকে মালদহ টাউন এক্সপ্রেস মঙ্গলবার দুপুর ১৩:৫০ মিনিটে মালদহ টাউনের উদ্দেশ্যে রওনা দেবে। মালদহ টাউন পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১১ টার সময়।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 31, 2023 4:36 PM IST