South Dinajpur News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও কে কোথায়! দখল হয়ে যাচ্ছে সরকারি জমি-জায়গা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
নদী সংলগ্ন জোড়া ব্রিজ এলাকার সরকারি জায়গা আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের আত্রেয়ি নদী সংলগ্ন জোড়া ব্রিজ এলাকার সরকারি জায়গা আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধার করতে রাস্তায় নেমেছিল পুলিশ ও প্রশাসন। কিন্তু সেইসব আজ অতীত। প্রশাসনের নজরদারির মধ্যেই সরকারি জায়গা বেদখল হওয়ার অভিযোগ বালুরঘাটে। এদিকে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।
অভিযোগ, শহরের মধ্যে এমন অবৈধ জায়গা দখলের পিছনে প্রভাবশালীদের হাত রয়েছে। কেউ বা কারা অবৈধভাবে টাকার বিনিময়েই সেই জায়গা অন্যের হাতে তুলে দিচ্ছে। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। এই জমি দখলের পেছনে কোন প্রভাবশালীর হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। সূত্রের খবর, বালুরঘাট শহরের আন্দোলন সেতু বা জোড়া ব্রিজের দুইপাশে বেশ কিছু দোকান দীর্ঘদিন যাবত রয়েছে। আবার ওই এলাকায় নতুন করে দোকান গজিয়ে উঠছে। এই আন্দোলন সেতুর মাঝ বরাবর গিয়েছে খাড়ি। এবার সেই খাড়ির অংশ গুলি দখলের চেষ্টা চলছে। কিছু অসাধু ব্যবসায়ী সেই সরকারি জায়গা দখল করে দোকান করছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমন অভিযোগ পেতেই সেচ দফতরের আধিকারিকরা ওই এলাকায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি তাঁরা ওই জায়গা মাপজোকের জন্য ভূমি দফতরের সাহায্যও নিতে চলেছেন। তবে ওই জায়গাটি যে সরকারি জমি তা নিশ্চিত আধিকারিকরা। তবে ওই এলাকায় সরকারি জায়গা যেভাবে দখল হয়ে যাচ্ছে তা দেখে রীতিমতো ক্ষিপ্ত শহরের বিশিষ্ট সচেতন নাগরিকরা। এনিয়ে তাঁরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। চিঠির মাধ্যমে তাঁরা অভিযোগ জানিয়েছেন।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 3:15 PM IST
