IPL 2026 Auction: রেকর্ড দামে সিএসকেতে কার্তিক শর্মা ও প্রশান্ত বীর, ইতিহাস তৈরি করলেন দুই আনক্যাপড ক্রিকেটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2026 Auction: আইপিল নিলামের ইতিহাস গড়লেন দুই আনক্যাপড ক্রিকেটার কার্তিক শর্মা ও প্রশান্ত বীর। রাজস্থানের কার্তিক ও উত্তর প্রদেশের প্রশান্ত হলেন আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি দাম পাওয়া আনক্যাপড প্লেয়ার।
এর আগেও আইপিএল অনেক আনকোড়া প্লেয়ারকে রাতারাতি শিরোনামে নিয়ে এসেছে। অন্ধকার এঁদো গলি থেকে স্বপ্নের রাজপথের খোঁজ দিয়েছে ভারতের কোটিপতি লিগ। নিজেদের পরিশ্রম ও দক্ষতার জোরে বহু প্লেয়ার নিজেদের প্রমাণ করেছেন আইপিএলের মঞ্চে। এবারও আইপিল নিলামের ইতিহাস গড়লেন দুই আনক্যাপড ক্রিকেটার কার্তিক শর্মা ও প্রশান্ত বীর। রাজস্থানের কার্তিক ও উত্তর প্রদেশের প্রশান্ত হলেন আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি দাম পাওয়া আনক্যাপড প্লেয়ার।
advertisement
আনক্যাপড উইকেটকিপার কার্তিক শর্মাকে আইপিএল ২০২৬-এর নিলামে চেন্নাই সুপার কিংস ১৪.২০ কোটি টাকা দিয়ে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে। ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে নিলামে ওঠা কার্তিক শর্মার জন্য প্রথম দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স। আকাশ আম্বানি যেভাবে কার্তিকের জন্য বিড করছিলেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি কার্তিককে নিজের দলে নিতে চান। কিন্তু লখনউ সুপার জায়ান্টস দর বাড়িয়ে মুম্বইকে সরে যেতে বাধ্য করে।
advertisement
মুম্বই সরে যেতেই কলকাতা নাইট রাইডার্স এই খেলোয়াড়ের জন্য বিডিংয়ে প্রবেশ করে। কেকেআর ও লখনউয়ের মধ্যে দীর্ঘ দরকষাকষির পর চেন্নাই সুপার কিংস নিলামে ঝাঁপিয়ে পড়ে। সিএসকে ও কেকেআরের মধ্যে এই বিডিং ১৩ কোটি টাকা পর্যন্ত পৌঁছে যায়। ১৩ কোটির বিশাল অঙ্কে কার্তিক প্রায় সিএসকের হয়েই গিয়েছিলেন, ঠিক তখনই শেষ মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদ বিডিংয়ে ঢুকে পড়ে। তবে শেষ পর্যন্ত সিএসকে ১৪.২০ কোটি টাকার দর দিয়ে ১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে কিনে নেয়।
advertisement
উত্তর প্রদেশের আনক্যাপড অলরাউন্ডার খেলোয়াড় প্রশান্ত বীর আইপিএল মিনি নিলাম ২০২৬-এ ১৪.২০ কোটি টাকায় বিক্রি হয়েছেন। প্রশান্তের জন্য শুরুতে লখনউ এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে বিডিং শুরু হয়। ১ কোটি টাকার দর ওঠার পর মুম্বই ইন্ডিয়ান্স সরে যায়। এরপর লখনউয়ের সঙ্গে চেন্নাই সুপার কিংসও বিডিংয়ে যোগ দেয়।
advertisement
তবে ৪ কোটির পরে লখনউ পিছিয়ে যায় এবং তারপর সিএসকে ও রাজস্থান রয়্যালসের মধ্যে বিডিং শুরু হয়। ৬.৭০ কোটির পরে রাজস্থানও সরে যায়। রাজস্থান সরে যাওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদ বিডিংয়ে প্রবেশ করে। CSK ও সানরাইজার্সের মধ্যে দর ১৪ কোটির গণ্ডি পেরিয়ে যায়। শেষ পর্যন্ত সিএসকে ১৪.২০ কোটি টাকায় প্রশান্ত বীরকে দলে নেয়।






