Agriculture News: বাঁধাকপি এত রঙিন! দেখেই অবাক সকলে! বিক্রিও হচ্ছে ব্যাপকহারে

Last Updated:

Agriculture News: দেখলে মনে হবে বাঁধাকপি। তবে এই কপি খাওয়ার নয়, ঘর সাজানো কিংবা বাগান সৌন্দর্য বাড়ানোর জন্য এক ধরণের ফুল।

+
ক্যাবেজ

ক্যাবেজ ফুলের একাধিক মনগড়া রং যা সহজেই দৃষ্টি আকর্ষণ করছে সকলের

দক্ষিণ দিনাজপুর : দেখলে মনে হবে বাঁধাকপি। তবে এই কপি খাওয়ার নয়, ঘর সাজানো কিংবা বাগান সৌন্দর্য বাড়ানোর জন্য এক ধরণের ফুল। তবে শুধুমাত্র একটি রংই নয়, এই ফুলের একাধিক মনগড়া রং যা সহজেই দৃষ্টি আকর্ষণ করছে সকলের। কোন উপায়ে চাষ করলে মিলবে রঙিন ক্যাবেজ জানেন কি! ইতিমধ্যেই বালুরঘাট শহর লাগোয়া পাগলিগঞ্জ এলাকার গাছ বিক্রেতা অমর মালির নার্সারিতে এই গাছ কিনতে রীতিমত ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। বিক্রিও হচ্ছে ব্যাপকহারে।
জানা গিয়েছে, এই ক্যাবেজ গাছগুলি পূর্ণ রোদে বেড়ে উঠতে পছন্দ করে। উষ্ণ জলবায়ুতে জন্মালেও আংশিক বিকেলের ছায়া আদর্শ। জৈবভাবে সমৃদ্ধ, দোআঁশ মাটি যা ভালভাবে নিষ্কাশন করে এমন মাটি এমনকি সামান্য অম্লীয় মাটির pH প্রায় ৫.৫ থেকে ৬.৫ গাছগুলির জন্য আদর্শ। এই ধরণের গাছ গুলো এমন মাটি পছন্দ করে যা ক্রমাগত আর্দ্র কিন্তু ভেজা নয়। তবে অতিরিক্ত জল এড়াতে চেষ্টা করতে হবে।
advertisement
advertisement
এবিষয়ে নার্সারি মালিক অমর মালি জানান, “অনেকেই আছেন যারা বাড়িতে বিভিন্ন ফল ফুল গাছ লাগানোর নেশা থাকলেও ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন কৃত্রিম গাছ কিনে থাকেন। তবে সেই গাছের থাকে না বিশেষ কোন গুন। এমনকি প্লাস্টিক জাতীয় হওয়ায় শরীরের ক্ষতি করে নিমিষেই। তাই সেক্ষেত্রে অবিকল রঙিন বাঁধাকপির মত দেখতে ক্যাবেজ গাছ ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দেবে সঠিক পরিমাণ অক্সিজেন। এমনকি তাঁর বাগানে গেলে মিলবে ভিন্ন ভিন্ন প্রজাতির ক্যাবেজ। যা সকলকেই আকৃষ্ট করছে। দামও সকলের সাধ্যের মধ্যেই। গাছটির রঙিন রঙিন পাতা ঘরের শোভা দ্বিগুন বাড়িয়ে তোলে।”
advertisement
ক্যাবেজ গাছ এমন এক ধরনের উদ্ভিদ যা বাড়ির ভেতরে রাখলে যেমন ঘরের শোভা বর্ধন করে, তার পাশাপাশি ঘরের ভেতরে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস কে প্রতিহত করে অক্সিজেনের পরিমাণও বাড়িয়ে তোলে।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: বাঁধাকপি এত রঙিন! দেখেই অবাক সকলে! বিক্রিও হচ্ছে ব্যাপকহারে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement