Jhargram News: মহিলা বিচারকের অস্বাভাবিক মৃত্যু! আবাসন থেকে উদ্ধার দেহ, ঝাড়গ্রাম আদালত চত্বরে শোরগোল

Last Updated:

Jhargram News: মঙ্গলবার সাতসকালে ঝাড়গ্রাম আদালতে শোরগোল পড়ে গেল জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারকের মৃত্যুর খবরে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিচারক অলকানন্দা সরকারের (৫৬) দেহ।

ঝাড়গ্রাম আদালত
ঝাড়গ্রাম আদালত
ঝাড়গ্রাম, রাজু সিং: ঝাড়গ্রামে বিচারকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। আদালত জুড়ে শোকের ছায়া। মঙ্গলবার সাতসকালে ঝাড়গ্রাম আদালতে শোরগোল পড়ে গেল জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারকের মৃত্যুর খবরে।
প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট অফ জেজেবি (জুভেনাইল জাস্টিস বোর্ড) ঝাড়গ্রাম, অলকানন্দা সরকার (৫৬) মারা গেলেন মঙ্গলবার। নিজের আবাসন থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় বিচারকের দেহ। আবাসনে একাই থাকতেন তিনি। সকালে পরিচারক বাড়িতে কাজে আসেন। দরজা ধাক্কা দেন। বহু ডাকাডাকি করেন। কিন্তু কেউ দরজা খোলে না।
আরও পড়ুনঃ বাংলার অঙ্কন শিক্ষকের আকাশছোঁয়া সাফল্য! রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার, ৩২ বছরের সাধনার স্বীকৃতি
দরজা না খোলায় আদালত চত্বরে থাকা আবাসনে শোরগোল পড়ে যায়। ছুটে আসেন অন্যান্য আবাসিকরা। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানার পুলিশকে। এর পর ডাকা হয় দমকলকে। দমকল বাহিনী এসে আবাসনের দরজা ভেঙে দেখে, বাড়ির মধ্যে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন বিচারক অলকানন্দা সরকার। দ্রুত তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা বিচারককে মৃত বলে ঘোষনা করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জয়নগরের মিনি ফুটবল টুর্নামেন্টে ‘ডবল চারচাকা ধামাকা’! ১৬ দলের হাড্ডাহাড্ডি লড়াই, গ্যালারিতে উপচে পড়া ভিড়
হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিচারকের। পুলিশ আধিকারিক থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিরা হাসপাতালে পৌঁছন। গোট বিষয়টা ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। নিহত বিচারকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে আদালত চত্ত্বরে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: মহিলা বিচারকের অস্বাভাবিক মৃত্যু! আবাসন থেকে উদ্ধার দেহ, ঝাড়গ্রাম আদালত চত্বরে শোরগোল
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement