Lakshmi Bhandar: লক্ষী ভান্ডার উপভোক্তাদের সমস্যা দূর, বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী 

Last Updated:

Lakshmi Bhandar: 'লক্ষী ভান্ডার' উপভোক্তাদের চিন্তা দূর। আর কোন সমস্যা রইলো না এই প্রকল্প প্রাপকদের। মালদহে পরিষেবা প্রধান অনুষ্ঠান মঞ্চ থেকে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই লক্ষী ভান্ডার। রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি।

লক্ষী ভান্ডার প্রকল্প
লক্ষী ভান্ডার প্রকল্প
মালদহ: ‘লক্ষী ভান্ডার’ উপভোক্তাদের চিন্তা দূর। আর কোন সমস্যা রইলো না এই প্রকল্প প্রাপকদের। মালদহে পরিষেবা প্রধান অনুষ্ঠান মঞ্চ থেকে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই লক্ষী ভান্ডার। রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। সমাজে পিছিয়ে পড়া দুস্থ গরিব মহিলাদের এগিয়ে নিয়ে যেতেই এমন প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
বর্তমানে রাজ্যের প্রতিটি প্রান্তের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বহু দুস্থ গরিব মহিলা এই প্রকল্পের সুবিধা পাওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে। মাঝে একাধিকবার পরিবর্তন হয়েছে এই প্রকল্পের পরিষেবার। প্রথমে লক্ষী ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা করে প্রদান করা হত মহিলাদের। তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের টাকার পরিমান বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সাধারণ মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলারা ১২০০ টাকা করে প্রতিমাসে পাচ্ছেন। এবার আরও পরিবর্তন করলেন লক্ষী ভান্ডার প্রকল্পের। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করলেন, এবার থেকে লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা মৃত্যুর আগে পর্যন্ত মিলবে। অর্থাৎ বয়সের কোন কারণ থাকলোনা। ৬০ বছরের পরেও এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মহিলারা।
advertisement
advertisement
মূখ্যমন্ত্রীর এমন ঘোষণায় মহিলাদের অনেকটাই সুবিধা হল। সারাজীবন লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা মিলবে। ৬০ বছর পর আর অন্য কোন ভাতার প্রয়োজন পড়বে না। এমনকি যদি এখনও কোন মহিলা এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন। নতুন করে আবার প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সরকারি ভাবে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। ২৪ জানুয়ারি থেকে এই শিবির শুরু হচ্ছে। শিবিরে গিয়ে আবেদন করা যাবে লক্ষী ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lakshmi Bhandar: লক্ষী ভান্ডার উপভোক্তাদের সমস্যা দূর, বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement