হোম /খবর /উত্তরবঙ্গ /
গণনা শেষ, পর্যটকদের প্রিয় গরুমারা জাতীয় উদ্যানে এখন গণ্ডারের সংখ্যা কত?

Gorumara National Park: গণনা শেষ, পর্যটকদের প্রিয় গরুমারা জাতীয় উদ্যানে এখন গণ্ডারের সংখ্যা কত?

Gorumara National Park: গরুমারা জাতীয় উদ্যানে ২০১৯-এর পর এবার আবার গণ্ডার গণনা হল।

  • Share this:

#শেখ রকি চৌধুরি, শিলিগুড়ি: গরুমারা জাতীয় উদ্যানে শেষ হল দু দিন ধরে চলা গণ্ডার গননা।

বন দফতর সূত্রের খবর, ২০১৯ সালের পর ২০২২ সালে ফের হচ্ছে গণ্ডার গণনা। ৫০ টি দল এবার গণনাতে অংশগ্রহণ করেছে। দলে রয়েছে বনকর্মী, ফরেস্ট গাইড, স্বেচ্ছাসেবী সংগঠন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা।

আরও পড়ুন- দার্জিলিংয়ে গোবিন্দা, বাতাসিয়া লুপে 'রাজাবাবু'র বাড়িতে ভক্তদের উপচে পড়া ভিড়!

একটি দলে তিন থেকে চারজন করে সদস্য রয়েছে। এবারের গণ্ডার গণনাতে ১৭ টি কুনকি হাতিকে ব্যবহার করা হচ্ছে । দু’দিন ধরে ৫০টি দলে ভাগ হয়ে চলবে গণনা । মঙ্গলবার ছিল প্রথম দিন। নির্বিঘ্নেই প্রথম দিনের গণ্ডার শুমারি শেষ হয় বলে খবর।

বন দফতর সূত্রে খবর, গরুমারা জাতীয় উদ্যানের ২৫২  বর্গ কিলোমিটার এলাকার গণনা হচ্ছে। গরুমারা জাতীয় উদ্যানের অধীনে ২০ টি রেঞ্জ রয়েছে।  কুনকি হাতির পিঠে চড়ে বনকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গন্ডার গননার কাজে যুক্ত হয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্তরা গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে এদিন গণ্ডার গননা শুরু করেন। এদিন বেশ কয়েকটি গন্ডার শাবকের দেখা মিলেছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

২০১৯-এর শেষে গণ্ডার শুমারিতে ৫২ টি বড় এবং ৩ টি শাবক গন্ডারের দেখা মেলে। ২০১৯ সালের পর মাঝে বেশ কয়েকটি  গণ্ডারের মৃত্যু হয়েছে বিভিন্ন কারণে। এবার সেই সংখ্যা ৬০ ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান বনকর্মীদের একাংশের।

আরও পড়ুন- ধূপগুড়িতে চালু হল মা ক্যান্টিন, উদ্বোধনে পুরসভার ভাইস চেয়ারম্যান

বন দফতরের তরফে গন্ডার শুমারি উপলক্ষে পর্যটকদের জন্য দু’দিন বন্ধ রাখা হয়েছে গরুমারা জাতীয় উদ্যানে প্রবেশ। গরুমারা জাতীয় উদ্যান এবং জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গণ্ডারের বাসস্থানের জন্য খ্যাত। তাই এখানে গণ্ডারের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন বিষয় নির্ভর করে।

এদিকে গণ্ডার গণনাতে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে শুমারির কাজে না নেওয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

পরিবেশ প্রেমী সংগঠন ন্যাসের কর্মকর্তা নফসর আলী বলেন, ”সারা বছর আমরা বন্যপ্রাণী নিয়ে কাজ করি। মানুষকে সচেতন করা, কোনও বন্যপ্রাণী লোকালে বেরিয়ে এলে বনদপ্তরকে সাহায্য, তাদেরকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া সব করি। বিগত বছরগুলোতে আমরা গণ্ডার গণনাতে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু এবছর আমাদেরকে জানানো হয়নি। আমরা বিষয়টি নিয়ে রাজ্যের বন মন্ত্রীকে অভিযোগ জানাব আমরা।”

Published by:Suman Majumder
First published:

Tags: Gorumara national park, Rhinoceros