#দার্জিলিং: ফের শৈলশহরে রাজাবাবু! দু'দিন হল নিজের বাড়িতেই সস্ত্রীক এসেছেন তিনি। দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে গোবিন্দার বাড়ি রয়েছে। বাতাসিয়া লুপের "গোবিন্দা কুঞ্জ" এখন ভিড়ে ঠাসা। খবর চাউর হতেই ভক্তদের ঢল নেমেছে অভিনেতাকে দেখতে। দার্জিলিং তাঁর কাছে বরাবরের ভালোবাসার জায়গা। এখানকার মানুষও তাঁকে খুব ভালোবাসেন। সেই টানেই বার বার ছুটে আসা। পাহাড়ের আকাবাঁকা পথ তাঁর কাছে খুবই পছন্দের।
বাতাসিয়া লুপের "গোবিন্দা কুঞ্জের" বাড়ির চার দেওয়ালেই আপাতত বন্দী "কুলি নং ওয়ান"। বুধবার বিকেলে বাড়ির কাছেই ইভনিং ওয়াকে বের হন তিনি। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। বেশ কয়েকটি জেলা ঘুরে সোমবারে উঠেছেন পাহাড়ের নিজের বাড়িতে। বহুদিন থেকেই অভিনয়ে নেই তিনি। আশির দশকের বলিউডের অন্যতম সেরা অভিনেতা এখন ব্যস্ত নিজের ব্যবসা নিয়ে। তবে কি আর ছবির শ্যুটিংয়ে দেখা যাবে না গোবিন্দাকে? জবাবে এদিন তিনি বলেন, ফের বলিউডি ছবিতে দেখা যেতে পারে তাঁকে। ভালো ছবির অফার এলেই অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি। ভালো চরিত্র পেলে অভিনয় জগতে দেখা যেতে পারে "বলিউডি রাজা" গোবিন্দাকে।
আরও পড়ুন: এই ব্যাঙ্কে ম্যানেজার পদে একাধিক নিয়োগ, জানুন ও আবেদন করুন
তবে আপাতত রাজনীতির আঙিনায় আর নয়! গান্ধি পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ গোবিন্দা। প্রাক্তন কংগ্রেসী সাংসদ গোবিন্দার কথায়, এখন অনেক অভিনেতাই রাজনীতিতে আসছেন। বহু বছর আগেই সেখান থেকে দূরে সরে এসছেন। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভায় গিয়েছিলেন গোবিন্দা। বহু নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করেছেন গোবিন্দা। তবে রাজনীতি এখন অনেকটা দূরে। ব্যস্ত নিজেকে নিয়ে। অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ারও তেমন সম্ভাবনার কথা শোনা গেল না তাঁর গলায়।
আরও পড়ুন: ২৪ জেলায় দ্বাদশ শ্রেণির ইংরেজি প্রশ্নপত্র ফাঁস! শোরগোল উত্তরপ্রদেশে
এদিকে "হিরো নং ওয়ান" শৈলশহরে এসছেন শুনে অনেকেই ভিড় জমিয়েছেন তাঁর বাড়ির দরজায়। বহু বছর পর এসছেন প্রিয় শহরে নিজের বাড়িতে। কিছুতেই যেন সমতলে নামতে চাইছে না "দুলহে রাজার" মন! প্রিয় অভিনেতার সঙ্গে সেল্ফি তোলার হিড়িক পড়ে যায়! যা সামলাতে হিমশিম খেতে হয় তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের। তবুও সেই চেনা হাসি মুখেই পাহাড়বাসীর আবদার মেটান "রাজাবাবু"।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Darjeeling, Govinda