GST: পর্যটকদের জন্য বিরাট খবর! জিএসটি সংশোধনে কমছে হোটেল, হোমস্টে ভাড়া! দিনে কত কমবে খরচ?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
North Bengal Tour: সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নীতিতে আগে যেখানে প্রতি রাতে ৭,৫০০ টাকা পর্যন্ত হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ জিএসটি দিতে হত, সেখানে এখন সেই হার নামছে ৫ শতাংশে। ফলে পর্যটকদের হাতে থাকবে বাড়তি অর্থ। যাঁরা বাজেট নিয়ে চিন্তায় ছিলেন, তাঁদের কাছে এটি বড় স্বস্তির খবর।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ডুয়ার্স ভ্রমণে দারুণ সুখবর! এবার জমানো পুঁজি দিয়ে হবে অধিক গন্তব্য ভ্রমণ। কিন্তু কেন জানেন? উত্তরবঙ্গের জলদাপাড়া থেকে গরুমারা…প্রকৃতির কোলে ভ্রমণের পরিকল্পনা করা মানুষদের জন্য হোটেল খরচে বড় রকমের সাশ্রয় আনল কেন্দ্র সরকারের নতুন জিএসটি নিয়ম। সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নীতিতে আগে যেখানে প্রতি রাতে ৭,৫০০ টাকা পর্যন্ত হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ জিএসটি দিতে হত, সেখানে এখন সেই হার নামছে ৫ শতাংশে। ফলে পর্যটকদের হাতে থাকবে বাড়তি অর্থ। যাঁরা বাজেট নিয়ে চিন্তায় ছিলেন, তাঁদের কাছে এটি বড় স্বস্তির খবর।
১,০০০ টাকার কম ভাড়ার হোটেল রুমের ক্ষেত্রেও আগের মতো কোনও জিএসটি লাগবে না। ডুয়ার্সের হোটেল মালিক থেকে শুরু করে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সবাই তাই আশাবাদী। জলদাপাড়া কিংবা গরুমারার মতো জনপ্রিয় জঙ্গলে মরশুমে যে ভিড় হয়, নতুন হারে জিএসটি লাগু হলে আরও বেশি মধ্যবিত্ত পরিবার সহজেই ট্রিপ পরিকল্পনা করতে পারবেন বলে মনে করছেন তাঁরা। পর্যটন ব্যবসায়ীদের মতে, আগে অতিরিক্ত খরচের কারণে অনেকেই ভ্রমণ পিছিয়ে দিতেন। এখন সেই টাকাই সাশ্রয় হবে। ফলে পর্যটকরা চাইলে আরও দুটো জায়গা ঘুরে দেখতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোয় রাজা-রানির মতো কাটান একদিন, তাও একেবারে কম খরচে! ঘুরে আসুন সোনারুন্দি রাজবাড়ি
হোটেল ব্যবসায়ীদের কথায়, ‘এতে শুধু আমাদের ব্যবসা বাড়বে না, পুরো অঞ্চলের অর্থনীতিও লাভবান হবে।’ অতএব, শরতের শুরুতেই যখন ডুয়ার্স সাজছে কাশফুলে, তখন পর্যটকদের জন্যও এল এক মিষ্টি চমক! সস্তা হোটেল ভাড়া, আর সাশ্রয়ী ভ্রমণের হাতছানি!
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 11:35 PM IST