Malda News: অবশেষে মালদহ থেকে উড়বে বিমান...! মিলল সবুজ সঙ্কেত, জোরকদমে চলছে প্রস্তুতি, পরিষেবা চালু কবে?

Last Updated:

খুব শীঘ্রই মালদহে চালু হতে চলেছে বিমান পরিষেবা। কেন্দ্র সরকারের উড়ান প্রকল্পের অধীনে চালু হবে মালদহের বিমানবন্দরের কাজ। রাজ্য সরকারের তরফে বিমানবন্দরের কাজের জন্য ১৫ কোটি টাকার বাজেটের প্রস্তাব পাঠান হয়েছে কেন্দ্রকে।

+
মালদহ

মালদহ বিমানবন্দর

মালদহ: মালদহের উড়ানে গ্রিন সিগন্যাল। খুব শীঘ্রই মালদহে চালু হতে চলেছে বিমান পরিষেবা। শুক্রবার পরিদর্শন করে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহন দফতরের কর্তারা। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বিমানবন্দরের টার্মিনাল-সহ একাধিক পরিকাঠামো গড়ে তোলার। কাজ কতটা হয়েছে এবং কতটা বাকি রয়েছে, মূলত তা জানতেই মালদহ বিমানবন্দর পরিদর্শন করেন রাজ্য প্রতিনিধি দল।
কেন্দ্র সরকারের উড়ান প্রকল্পের অধীনে চালু হবে মালদহের বিমানবন্দরের কাজ। রাজ্য সরকারের তরফে বিমানবন্দরের কাজের জন্য ১৫ কোটি টাকার বাজেটের প্রস্তাব পাঠান হয়েছে কেন্দ্র সরকারকে। ডিজিসিএ অনুমোদন পেতে এবং বরাদ্দের সেই টাকাকে দ্রুত কাজে লাগাতে পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। বরাদ্দ টাকা এলে দ্রুত শেষ হবে বাকি থাকা কাজগুলো এবং শীঘ্রই চালু হবে মালদহ থেকে বিমান পরিষেবা। মালদহ বিমানবন্দর পরিদর্শন এসে এমনটাই জানান রাজ্য পরিবহন দফতরের এডিশনাল সেক্রেটারি আব্দুল রকিব শেখ।
advertisement
advertisement
আপাতত ১৮ থেকে ২০ আসনের ছোট বিমান চালু হ‌ওয়ার‌ সম্ভাবনার কথা জানিয়েছেন রাজ্য প্রশাসনের কর্তারা। এই বিমান পরিষেবা চালু হলে বাণিজ্য‌ থেকে শুরু করে পর্যটন, চিকিৎসা, আমদানি-রফতানি ইত্যাদি ক্ষেত্রে আরও উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। এর ফলে উপকৃত হবেন মালদহ,‌ মুর্শিদাবাদ ও দুই দিনাজপুর সহ পাশের রাজ্য ঝাড়খণ্ড ও বিহারের বাসিন্দারা। আশেপাশে কোনরকম বিমান পরিষেবা না থাকায় ভিন রাজ্য থেকে বহু মানুষ কলকাতা বিমানবন্দর হয়ে ট্রেনে করে আসেন মালদহ, মুর্শিদাবাদ-সহ দুই দিনাজপুরের বাসিন্দারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একাধিকবার পরিদর্শনের পর‌ও একই অবস্থায় থেকেছে মালদহের বিমান পরিষেবার স্বপ্ন। কিছু কিছু কাজ হলেও বিভিন্ন রকম জটিলতার কারণে আজও সম্পূর্ণরূপে চালু হতে পারেনি মালদহ বিমানবন্দর। তবে এদিন রাজ্য প্রতিনিধি দলের পরিদর্শনের পর আবারও আশায় বুক বেঁধেছেন জেলাবাসী।
advertisement
জিএম মোমিন।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: অবশেষে মালদহ থেকে উড়বে বিমান...! মিলল সবুজ সঙ্কেত, জোরকদমে চলছে প্রস্তুতি, পরিষেবা চালু কবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement