Jalpaiguri News: প্রদীপের নিচেই অন্ধকার! শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের নাকের ডগায় যা ঘটছে, ছিঃ ছিঃ করছেন বাসিন্দারা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের পাশেই ঘটছে অনুন্নয়নের কাজ
জলপাইগুড়ি: জেলা হাসপাতাল ও ফার্মেসি কলেজের সামনের রাস্তা আবর্জনার ভাগাড়! জনজীবন বিপর্যস্ত জেলা হাসপাতাল ও ফার্মেসি ইনস্টিটিউটের সামনের রাস্তা ধীরে ধীরে একটি ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হচ্ছে। প্রতিদিনই বাড়ি, দোকান, হোটেল ও ওষুধের দোকান থেকে ব্যবহৃত সামগ্রী এখানে ফেলা হচ্ছে। ফলে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ থেকে রোগীর আত্মীয়-পরিজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবস্থা এতটাই ভয়াবহ যে, পথচারীদের নাকে রুমাল চেপে চলতে হচ্ছে। শুধু তাই নয়, এই আবর্জনার স্তূপের পাশেই প্রকাশ্যে শৌচকর্মের ঘটনাও ঘটছে। যা অত্যন্ত দৃষ্টিকটু ও অস্বাস্থ্যকর বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
রোগীর এক আত্মীয় সাইদুল হক বলেন, “এই রাস্তায় হাঁটা দায়! দুর্গন্ধের কারণে এক মুহূর্ত দাঁড়ানো যায় না। অথচ প্রশাসনের কোনও নজর নেই।” জলপাইগুড়ি ফার্মেসী কলেজের টিএমসিপি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিৎ সরকার কড়া ভাষায় বলেছেন, “জেলা হাসপাতাল ও ফার্মেসী কলেজের সামনে এইভাবে এলাকাকে অস্বাস্থ্যকর করে তোলা হচ্ছে, অথচ কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।” এদিকে হাসপাতাল ও ফার্মেসী কলেজ কর্তৃপক্ষ এই সমস্যার জন্য জলপাইগুড়ি পুরসভাকে দায়ী করেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে স্থানে এই আবর্জনার স্তূপ তৈরি হয়েছে, তার পাশেই রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিডিএ) অফিস। কিন্তু এই সমস্যা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, “আমি গুরুত্ব দিয়ে সমস্যাটি দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা অতিসত্বর নেওয়া হবে।” এখন দেখার, প্রশাসনের আশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 28, 2025 3:01 PM IST
