South Dinajpur News: বাঁশ বোঝাই যান, চার চাকার সংঘর্ষ...! অকালে প্রাণ শিক্ষকের, আহত ৪
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News: একুশে জুলাই এর প্রস্তুতি সভা সেরে বাড়ি ফেরার সময় কুশমন্ডি থানার নানাহারপাড়া এলাকায় হঠাৎ সামনে থাকা বাঁশ বোঝাই ভুটভুটির সঙ্গে ধাক্কা। ঘটনায় মৃত্যু হয় একজন শিক্ষকের।
দক্ষিণ দিনাজপুর: একুশে জুলাই এর প্রস্তুতি সভা থেকে বাড়ি ফেরার পথে বাঁশ বোঝায় ভুটভুটি ও মারুতির সংঘর্ষে মৃত্যু হল এক শিক্ষকের। গুরুতর আহত চার জন। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার নানাহারপাড়া এলাকার ঘটনা। এরপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় কুশমন্ডি থানার পুলিশ। আহতরা বর্তমানে কুশমন্ডি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, মৃত্যু ওই শিক্ষকের নাম পবন কুমার সাহা। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। কুশমন্ডি অনন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
আরও পড়ুন: অন্ধকার নামলেই ভয়ানক সব কাণ্ড…! ভাঙছে জানলার কাঁচ, শেষমেশ পরিষেবায় বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে
advertisement
এদিন গঙ্গারামপুরের দেবিকোট ভবনে তৃণমূল শিক্ষক সংগঠনের তরফে আয়োজন করা হয়েছিল একুশে জুলাই এর প্রস্তুতি সভা। সেই সভাতে অংশগ্রহণ করেছিলেন ওই শিক্ষক। একুশে জুলাই এর প্রস্তুতি সভা সেরে মারুতি গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় কুশমন্ডি থানার নানাহারপাড়া এলাকায় হঠাৎ সামনে থাকা বাঁশ বোঝায় ভুটভুটির সঙ্গে সজরে ধাক্কা লাগে ওই মারুতির। ঘটনায় গুরুতর আহত হয় ওই শিক্ষক সহ মারুতি গাড়িতে থাকা চারজন। এরপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে আহতদের কুশমন্ডি হাসপাতালে নিয়ে গেলে ওই শিক্ষককে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাকি চার জনের চিকিৎসা চলছে কুশমন্ডি হাসপাতালে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 12:53 PM IST