South Dinajpur News: অন্ধকার নামলেই ভয়ানক সব কাণ্ড...! ভাঙছে জানলার কাঁচ, শেষমেশ পরিষেবায় বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে

Last Updated:

South Dinajpur News: রাতে দুষ্কৃতীরা আচমকা উপস্বাস্থ্য কেন্দ্রে হামলা চালায়। অফিস ঘরে ভাঙচুর চালানো হয়। বোতল ছুড়ে ভেঙে দেওয়া হয় জানালার কাঁচ।

+
উপস্বাস্থ্য

উপস্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতী হামলা!

দক্ষিণ দিনাজপুর: উপস্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতী হামলা, চিকিৎসা পরিষেবা ব্যাহত। গভীর রাত থেকে দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে খিদিরপুর উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায়। অভিযোগ, রাতে নেশার আসর চলাকালীন একদল দুষ্কৃতী আচমকা উপস্বাস্থ্য কেন্দ্রে হামলা চালায়। অফিস ঘরে ভাঙচুর চালানো হয়। এমনকি নেশার বোতল ছুঁড়ে ভেঙে দেওয়া হয় জানালার কাঁচ। এরপরেই সকাল থেকেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় পাঁচ হাজার মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, নবজাতকদের টিকাদান কর্মসূচি, প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা এখানে চলে। কিন্তু রাতে দুষ্কৃতী হামলা ঘটনার পর চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। কর্মীরা আতঙ্কে পড়ে যান। এই এলাকায় দুটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি খেলার মাঠ থাকায় শিশু ও মহিলাদের যাতায়াতও লেগেই থাকে। কিন্তু দুষ্কৃতীদের দৌরাত্ম্যে এলাকাবাসী উদ্বিগ্ন।
advertisement
advertisement
দীর্ঘদিন ধরেই এই এলাকায় দুষ্কৃতীদের দাপট চলছে। রাত বাড়লেই শুরু হয় নেশার আসর এবং মদ্যপদের উৎপাত। এর আগেও কয়েকবার উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশি টহল না থাকায় সাহস আরও বেড়েছে মদ্যপ ও দুস্কৃতীদের। বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এলাকায় নজরদারি ও পুলিশি টহল বাড়ানো হোক, নেশার আসর বন্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক। নাহলে স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা আরও বাড়বে। এই ঘটনার পর থেকে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন এবং পরিষেবা স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। স্বাস্থ্য কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মী থেকে থেকে স্থানীয়রা।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: অন্ধকার নামলেই ভয়ানক সব কাণ্ড...! ভাঙছে জানলার কাঁচ, শেষমেশ পরিষেবায় বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement