South Dinajpur News: 'মুখার জেলায় মগজের লড়াই'! বুদ্ধিতে শান দিতে ৮ জেলার ২০০ জন, সঙ্গে সিধু
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News: নতুন প্রজন্মের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বড়সড় উদ্যোগ জেলায়। মুখার জেলায় মগজের লড়াই।
দক্ষিণ দিনাজপুর: নতুন প্রজন্মের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বড়সড় উদ্যোগ জেলায়। মুখার জেলায় মগজের লড়াই। এই স্লোগানেই কুইজ প্রতিযোগিতা এক রঙিন উৎসবের রূপ নিতে বালুরঘাটে আসলেন ব্যান্ড তারকা সিদ্ধার্থ শংকর রায় ওরফে সিধু। বালুরঘাট থেকে কোচবিহার, রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি, মালদহ থেকে দার্জিলিং উত্তরবঙ্গের আট জেলার ২০০ জন প্রতিযোগীদের নিয়ে কুইজ প্রতিযোগিতায় কুইজ মাস্টার রূপে বালুরঘাটে এলেন জনপ্রিয় ক্যাকটাস ব্যান্ডের সিধু। নতুন প্রজন্মের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে দিলেন একাধিক বার্তা।
উদ্যোক্তা জানিয়েছেন, এবছর দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ অ্যাসোসিয়েশনের এই প্রতিযোগিতা তৃতীয় বছরে পড়ল। ২০১৮ সালে এই কুইজ সংস্থা পথ চলা শুরু করে। বর্তমানে রাজ্য কুইজের মানচিত্রে নিজস্ব জায়গা দখল করেছে। রাজ্যে প্রথম শুধু মহিলাদের কুইজের বিভাগ রয়েছে। পূর্বে এই প্রতিযোগিতা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবছর কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদহ সহ বালুরঘাট ও গঙ্গারামপুর শহর দল করে প্রতিযোগিরা জ্ঞানের লড়াইয়ে নেমেছেন। যেখানে প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত টডলার বিভাগ, অনূর্ধ্ব ২৩ ও সকল বয়সীদের জন্য সাধারণ বিভাগ ছিল।
advertisement
আরও পড়ুন: নিম্নমানের সামগ্রী দিয়ে আইসিডিএস কেন্দ্র তৈরির অভিযোগ! পাল্টা যুক্তি দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
advertisement
এবিষয়ে সিধু জানান, “এই জেলায় কুইজের গুণগত মান যথেষ্ট উন্নত। রেডিও বা টেলিভিশনে সব জায়গাতেই কুইজের পরিমাণ দুর্ভাগ্যজনকভাবে কম। প্রায় বিলুপ্তির পথেই চলে যাচ্ছে। তবে নতুন প্রজন্মের ডিজিটাল মাধ্যমে গভীরভাবে আগ্রহ বিষয়টি খারাপ নয়। ডিজিটাল তথ্য ভান্ডারকে ব্যবহার করে মগজাস্ত্র উন্নত হতে পারে। বুদ্ধিমত্তা বাড়াতে মোবাইল যথেষ্ট কার্যকরী। বর্তমান সময়ে জ্ঞানের চর্চায় এমন প্রতিযোগিতা মানসিক স্বাস্থ্যের পক্ষে সুখকর।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সূত্রের খবর, এদিনের প্রতিযোগিতার বিভিন্ন মাধ্যমে লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা রাখা হয়েছিল। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক এই কুইজ প্রতিযোগিতার পাশে থেকে স্বচ্ছ ভারত মিশন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন রাখার ব্যবস্থা করেছেন। পাশাপাশি, ক্রেতাদের সজাগ করার লক্ষ্যে ক্রেতা সুরক্ষা নিয়েও একাধিক প্রশ্ন ছিল এই প্রতিযোগিতায়। কুইজের প্রতি সিধুর আসক্তি বহু বছরের। একাধিক টেলিভিশন চ্যানেলে কুইজ মাস্টার হিসেবে কাজ করেছেন বহুবার। এদিন কুইজ একটি রাউন্ড পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন। এক্ষেত্রে যথেষ্ট যত্ন করেই কুইজের প্রশ্নগুলো সাজিয়েছিলেন তিনি। কলকাতার বাইরে এসে বালুরঘাটে উত্তরবঙ্গের সমস্ত জেলার কুইজারদের এক ছাদের তলায় পেয়ে তিনি আপ্লুত।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 9:15 PM IST