South Dinajpur News: নিম্নমানের সামগ্রী দিয়ে আইসিডিএস কেন্দ্র তৈরির অভিযোগ! পাল্টা যুক্তি দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News: আইসিডিএস সেন্টারের পিছন দিকের দেওয়ালে একটাও গোটা ইট দেওয়া হয়নি। ভাঙা ইট দিয়ে হচ্ছে বিল্ডিং
দক্ষিণ দিনাজপুর: নদীর ধারেই তৈরি হচ্ছে আইসিডিএস কেন্দ্র। আর এই নির্মাণকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। বালুরঘাট ব্লকের পতিরাম গ্রাম পঞ্চায়েতের উত্তর রায়পুর সংসদের চাঁদমারি এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা একযোগে নিম্নমানের কাজের অভিযোগ করেছেন।
সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় ১১.৫০ লক্ষ টাকা ব্যয় করে এই আইসিডিএস সেন্টার তৈরির কাজ শুরু হয়েছে বিগত কয়েক মাস আগে। স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগকে রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করেছেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার।
advertisement
advertisement
তাঁর বক্তব্য “এই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের নয়। এই অভিযোগ অন্যান্য নেতৃত্বের। ওখানে সরকারি সিডিউল মেনেই কাজ চলছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিম্নমানের জমাট বাঁধা সিমেন্ট, নিম্নমানের পাথর, বালি দিয়ে বিল্ডিং এর কলম তৈরি করা হচ্ছে। ব্যবহার করা লোহার রডও ভাল মানের নয়। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি ওই ভবন যে কোনদিন ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় ভবনটিতে শিশুদের পাঠাতে রীতিমত ভীতসন্ত্রস্ত স্থানীয় অভিভাবকরা। ফলে এই ভবন নির্মাণ হলে ভবিষ্যতে যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে সেই প্রশ্ন তুলেই সরব হয়েছেন এলাকার স্থানীয় মানুষজন।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 7:50 PM IST