Alipurduar News: গভীর নলকূপ থাকা সত্বেও জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা

Last Updated:

জমিতে জল সেচ দেওয়ার জন্য গভীর নলকূপ তৈরি করা হয়েছিল। কিন্তু তা ব্যবহার হল না, জমিতে সেচ দেওয়ার জন্য তাই বৃষ্টির জলের ওপরেই ভরসা করতে হয় ফালাকাটার কৃষকদের। ধান সহ অন্যান্য সবজির বীজ এখনও রোপনই করতে পারেননি কৃষকরা।

+
নলকূপ

নলকূপ

অনন্যা দে, আলিপুরদুয়ার: জমিতে জল সেচ দেওয়ার জন্য গভীর নলকূপ তৈরি করা হয়েছিল। কিন্তু, তা ব্যবহার হল না, জমিতে সেচ দেওয়ার জন্য তাই বৃষ্টির জলের ওপরেই ভরসা করতে হয় ফালাকাটার কৃষকদের। ধান সহ অন্যান্য সবজির বীজ এখনও রোপনই করতে পারেননি কৃষকরা।
জমিতে সেচের জন্য করা হয়েছে গভীর নলকূপ কিন্তু তার সুবিধা পাচ্ছেন না কৃষকরা। ফালাকাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ড চুয়াখোলায় বসানো হয়েছে গভীর নলকূপ। তার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে  মাস তিনেক আগে। সেখানে বিদ্যুতের কাজ সম্পন্ন হয়ে মিটারও বসানো হয়ে গিয়েছে। জল তোলার জন্য মাটির নিচে পাইপ বসে গিয়েছে। মোটর বসানো হয়েছে কিন্তু এখনো সেখানে দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ।
advertisement
advertisement
যার ফলে সেচের জন্য জল পাচ্ছে না কৃষকরা।এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে ধানের বিচন।  বিঘার পর বিঘা জমি শুকিয়ে রয়েছে l কৃষক খয়রুল মিয়া, রিপন দাস জানান, “সেচ দফতরের পক্ষ থেকে কৃষকদের জমিতে সেচ দেওয়ার জন্য গভীর নলকূপ বসানো হল।তার সুবিধা পাচ্ছেন না কৃষকরা।কয়েক লক্ষ টাকা খরচ করে এখানে নলকূপও বসানো হয়েছে এবং পাম্প হাউজ তৈরি করা হয়েছে।তারপরেও লাভ কিছু হল না।”
advertisement
জানা গিয়েছে বৈদ্যুতিক সংযোগ চলে এসেছে কিন্তু জল তোলার মোটরের সঙ্গে সেই বৈদ্যুতিক সংযোগ না দিয়েই সেচ দফতরের কর্মীরা এই প্রকল্পকে সম্পন্ন দেখিয়ে এখান থেকে চলে গিয়েছেন। জল না পাওয়ায় চাষের জমিতে জল দেওয়া যাচ্ছে না।তার জন্য চাষাবাদ করা যাচ্ছে না। এই বিষয়ে জেলা কৃষি দফতরের সঙ্গে যোগাযোগ করলে তারা ফোন না তোলায় কোন মন্তব্য পাওয়া যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: গভীর নলকূপ থাকা সত্বেও জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement