SSC: চাকরিহারা যোগ্যরা কি সবাই সুযোগ পাবে? নবম-দশম শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন তালিকা প্রকাশ শুক্রবার
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
SSC: আগামীকাল, শুক্রবার নবম-দশম এর শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন তালিকা প্রকাশ। ভেরিফিকেশন ও ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন।
কলকাতা: আগামীকাল, শুক্রবার নবম-দশম এর শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন তালিকা প্রকাশ। ভেরিফিকেশন ও ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভেরিফিকেশন তালিকা তথা ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে এসএসসি।
নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল ৭ই সেপ্টেম্বর। কিছুদিন আগেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে এসএসসি। লিখিত পরীক্ষার ফলাফল অবশ্য পরীক্ষার্থীরা নিজেরাই জানতে পেরেছিলেন।
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
কোন কোন পরীক্ষার্থী ভেরিফিকেশন তথা ইন্টারভিউয়ের জন্য ডাক পেল তার বিস্তারিত তালিকা এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামীকাল। সন্ধ্যাবেলায় এসএসসি এর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে।প্রত্যেকটি বিষয় এর পৃথক পৃথক তালিকা প্রকাশ করবে এসএসসি৷
advertisement
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! ২০২৬-এ দুনিয়া কাঁপাবে শনিদেব, সাড়ে সাতি-ঢাইয়া ৩ রাশির জীবন নরক করে ছাড়বে, পদে পদে বিপদ
view commentsচাকরিহারা যোগ্যরা কি সবাই সুযোগ পাবে এই নিয়োগে? স্পষ্ট অনেকটাই হয়ে যাবে কাল। কারণ ইতিমধ্যেই একাদশ-দ্বাদশ এর নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ হয়েছে। অনেক যোগ্যরা ইন্টারভিউতেই ডাক পায়নি। তাই কাল অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 11, 2025 10:03 PM IST







