Darjeeling Tourism: শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথেই পড়ে এই পাহাড়ি গ্রাম, যেখানে গেলে আর ফিরতে ইচ্ছে করবে না

Last Updated:

পর্যটনে জোয়ার আনতে বন বিভাগের উদ্যোগে তৈরি ইকোপার্ক!

+
লাটপাঞ্চার

লাটপাঞ্চার

দার্জিলিং: পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রাম পাখি প্রেমিকদের স্বর্গরাজ্য বলে পরিচিত।উত্তরবঙ্গ মানে পর্যটকদের কাছে নানা অজানা গ্রামের অফুরন্ত ঠিকানা। উত্তরবঙ্গ জুড়ে রয়েছে সারি সারি পাহাড় জঙ্গল থেকে শুরু করে পাহাড়ি খরস্রতা নদী যা বরাবরই মন মুগ্ধ করে পর্যটকদের। বর্তমানে শহরের ভিড়ভাড় ছেড়ে সকলেই খোলা মুক্ত আকাশে নিরিবিলি কোন অফবিট ডেস্টিনেশনে রাত্রিযাপন করতে বেশি ভালোবাসেন। হাতে একটু সময় পেলেই পাহাড় প্রেমীরা ছুটে যেতে চায় পাহাড়ের কোলে। চারিদিকে সারি সারি পাহাড়, রংবেরঙের ফুল, আকাশ জুড়ে মেঘের ভেলা আর নাম না জানা কত শত পাখির ডাক। পাহাড়ের কোলে যেন এক টুকরো স্বর্গ।
বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন অজানা গ্রামগুলির মধ্যে পাহাড় জঙ্গলে ঘেরা লাটপাঞ্চার অন্যতম। সে অর্থেই পর্যটনের নতুন করে আয়ের দিশা দেখাতে বন বিভাগের উদ্যোগে তৈরি ইকো পার্কে ভিড় বাড়ছে পর্যটকদের স্বাবলম্বী হচ্ছে সেখানকার স্থানীয় মানুষেরা। চারিদিকে প্রকৃতির মাঝে নিরিবিলি এই ইকো পার্ক বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ১০ নং জাতীয় সড়কের কালিঝোরা বাজার থেকে হাতের বাঁদিকে উঠে যায় এই গ্রামের রাস্তা। এই রাস্তায় প্রবেশের মুখেই পাহাড়ি আঁকাবাঁকা পথে দুহাত দিয়ে স্বাগত জানাবে সবুজে ঘেরা পাহাড়ি জঙ্গল তার মাঝে এই রাস্তা জুড়ে চলবে গাছের ফাঁকে রোদের ঝলকানি মাঝে মাঝে উঁকি দেবে পাহাড়ের বুক চিরে বয়ে চলা তিস্তা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাহাড়ি এই জঙ্গল জুড়ে রয়েছে নানা পাখিদের বাস তার মধ্যে সবচেয়ে পছন্দের পাখি গ্রেট হর্নবিল বরাবরই মনমুগ্ধ করে পাখি প্রেমিকদের। সেই অর্থেই বর্তমানে চারিদিকে জঙ্গলে ঘেরা এই গ্রামে ভিড় জমাচ্ছে পাখি প্রেমিকেরা। রং বেরঙের কতশত পাখিকে ক্যামেরায় বন্দি করতে দেশ বিদেশ থেকেও ছুটে আসে পর্যটকেরা। পাখি প্রেমীদের কাছে পাখিদের স্বর্গরাজ্য বলে পরিচিত এই গ্রাম।
advertisement
এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসা এক পাখি প্রেমী বহ্নিদীপ রয় জানান, “ছোট থেকেই পাখিদের প্রতি এক অন্যরকম ভালবাসা রয়েছে সেই অর্থেই পাখির টানে এখানে ছুটে আসি। পাখি স্বর্গরাজ্য বলে পরিচিত এই গ্রামে আসলেই দেখা মেলে ইন্ডিয়ান গ্রেট হর্নবিল থেকে শুরু করে বিভিন্ন রংবেরঙের পাখির যা বরাবরই মনকে মুগ্ধ করে।”
advertisement
চারিদিকে প্রকৃতির মাঝে কানে ভাসে পাখিদের ডাক আর মন মুগ্ধ করা জঙ্গলে ঘেরা পাহাড়ের মাঝে অপরূপ সুন্দর এই ছোট্ট গ্রাম লাটপাঞ্চার। শীতের ছুটিতে হাতে একটু সময় পেলে অবশ্যই ঘুরে আসুন প্রকৃতির মাঝে নিরিবিলি শান্ত পরিবেশে পাহাড়ি ছোট্ট গ্রাম থেকে, মন ভাল হয়ে যাবে।
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling Tourism: শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথেই পড়ে এই পাহাড়ি গ্রাম, যেখানে গেলে আর ফিরতে ইচ্ছে করবে না
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement