Darjeeling News: পাহাড় ঘুরতে যাওয়াটাই কাল! ঘুরতে ঘুরতে আচমকা শেষ হুগলির এই বাঙালি পর্যটক

Last Updated:

পাহাড়ে ঘুরতে এসে আর বাড়ি ফেলা হল না এক বাঙালি পর্যটকের।

দার্জিলিং
দার্জিলিং
দার্জিলিং: বছর শুরুতে পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। যদিও পর্যটকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। আচমকা শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা ওই পর্যটককে মৃত বলে ঘোষণা করেন। রবিবার রাতের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দার্জিলিংয়ে। জানা গিয়েছে মৃত পর্যটকের নাম দীপাঞ্জন সাহা বয়স ৫৮। তিনি হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা।
শুক্রবার পরিবার নিয়ে নিজের গাড়িতেই পাহাড়ে বেড়াতে যান। শুক্রবার ও শনিবার লামাহাটায় কাটান তাঁরা। রবিবার সকালে লামাহাটা থেকে দার্জিলিং বেড়াতে যান। এরপর দার্জিলিং থেকে লামাহাটা ফেরার পথে আচমকা অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য রাতেই আনা হয় দার্জিলিং জেলা সদর হাসপাতালে। সেখানেই চিকিৎসিকরা দীপাঞ্জনকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার দার্জিলিং জেলা সদর হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হয়। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে জিটিএ’র পর্যটন বিভাগ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে জিটিএ’র চেয়ারম্যান তথা স্বাস্থ্য বিভাগের সভাসদ রাজেশ চৌহান বলেন, “দার্জিলিং বেড়াতে এসে এক বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে। জিটিএ থেকেই আমরা মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তবে কি কারণে মৃত্যু হয়েছে তাঁর, তা ময়নাতদন্তের পরই জানা যাবে। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। এই মৃত্যুর ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা পর্যটন মহলে।”
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: পাহাড় ঘুরতে যাওয়াটাই কাল! ঘুরতে ঘুরতে আচমকা শেষ হুগলির এই বাঙালি পর্যটক
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement