advertisement

Durga Puja 2024: নারীদের দুর্দশার কথা বলবে পুজো প্যান্ডেল, এবার থিমে বড় চমক কোচবিহারের এই পুজোয়

Last Updated:

Durga Puja 2024: আনুমানিক প্রায় এক কোটি টাকা ব্যয় করে এই থিমের আয়োজন করা হচ্ছে কোচবিহারে। সুদূর কলকাতার শিল্পীরা এই থিমের প্যান্ডেলের কাজ করছেন দীর্ঘ প্রায় দু'মাসেরও বেশি সময় ধরে।

+
থিমের

থিমের কাজ

কোচবিহার: জেলা কোচবিহারে সদর শহরে চলতি বছরে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো রয়েছে। তাই দুর্গাপুজোয় এবার বিশেষ আকর্ষণ রয়েছে কোচবিহার শহরেই। বহু মানুষ ইতিমধ্যেই এই সমস্ত পুজো প্যান্ডেলের দিকে আকর্ষিত হচ্ছেন। কোচবিহারের সুভাষপল্লি ইউনিটের পুজো চলতি বছরের সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। আকর্ষণীয় থিমের আয়োজন করা হয়েছে সেখানে। সমাজের নারীদের বিভিন্ন অসুবিধার কথাগুলো তুলে ধরতে চলেছে সকলের সামনে। ইতিমধ্যেই থিমের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে জেলায়।
সুভাষপল্লি ইউনিটের পুজো কমিটির সদস্য মৃন্ময় সাহা বলেন, ”চলতি বছর এই পুজোয় থিমের যে আয়োজন করা হয়েছে, তা কিন্তু একেবারেই পরিবেশবান্ধব। আনুমানিক প্রায় এক কোটি টাকা ব্যয় করে এই থিমের আয়োজন করা হচ্ছে কোচবিহারে। সুদূর কলকাতার শিল্পীরা এই থিমের প্যান্ডেলের কাজ করছেন দীর্ঘ প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে। আগামী কিছু দিনের মধ্যেই এই গোটা থিম এর কাজ সম্পন্ন হবে। সেই অপেক্ষায় রয়েছেন কোচবিহারের বহু মানুষ। কাজ সম্পন্ন হলেই মণ্ডপ খুলে দেওয়া হবে পূর্ণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য।”
advertisement
advertisement
পুজো কমিটির সম্পাদক রনি ও সহ-সম্পাদক মিঠুন ভৌমিক জানান, বর্তমান সময়ে সমাজের বুকে নারীদের যে সমস্ত অসুবিধা সহ্য করতে হয় বা যে সমস্ত সমস্যা আজও রয়ে গিয়েছে সমাজের বুকে, নারীদের সেই কথাগুলিকেই তুলে ধরা হয়েছে এবারে তাঁদের পুজো মণ্ডপে। সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা উচিত এই সকল সমস্যা থেকে মুক্ত করতে। তাই তো এই থিমের মাধ্যমে সমাজ সচেতনতার একটা অনন্য বার্তা দিতে চলেছেন তাঁরা। তাঁরা আশা করছেন সকল মানুষের এই থিম পছন্দ হবে।
advertisement
ইতিমধ্যেই জেলার বাইরের মানুষেরাও এই পুজোর থিমের বিষয় নিয়ে উৎসাহ প্রকাশ করতে শুরু করেছেন। বর্তমানে কোচবিহারে অন্যতম বিগ বাজেটের পুজোগুলির মধ্যে সুভাষপল্লি ইউনিটের পুজো অনেকের মন আকর্ষণ করছে।
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2024: নারীদের দুর্দশার কথা বলবে পুজো প্যান্ডেল, এবার থিমে বড় চমক কোচবিহারের এই পুজোয়
Next Article
advertisement
Nadia Bus Accident: বেপরোয়া গতিতে রেষারেষি, করিমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১! যাত্রীর মোবাইলে বন্দি ভয়ঙ্কর মুহূর্ত
বেপরোয়া গতিতে রেষারেষি, করিমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১! দেখুন দুর্ঘটনার মুহূর্ত
  • নদিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১ যাত্রী৷

  • করিমপুরে দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির অভিযোগ৷

  • একটি বাসের পিছনে ধাক্কা মেরে উল্টে গেল পিছনে থাকা একটি বাস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement