Magic Show in School: বিদ্যালয়ে ম্যাজিক শো! শুধু মনোরঞ্জন নয়, জাদুতেই হচ্ছে বিজ্ঞান চেতনার বৃদ্ধি

Last Updated:

Magic Show in School: বিদ্যালয়ের মিড ডে মিলের সময় সেকশন অনুযায়ী ছেলেদের এবং পরবর্তী আর একটি ফাঁকা সময়ে মেয়েদের এই শো দেখানো হয়। ম্যাজিক শো দেখতে পেরে খুশি পড়ুয়ারা।

+
ছাত্রীদের

ছাত্রীদের দেখানো হচ্ছে ম্যাজিক

নদিয়া: স্কুলে ম্যাজিক শো। উপস্থিতি প্রায় ৯০ শতাংশ, শিক্ষকরা জানাচ্ছেন, ম্যাজিকের পেছনে বিজ্ঞান রয়েছে। তার প্রতি আগ্রহী হোক ছাত্রছাত্রীরা। স্কুলে পড়াশোনার পাশাপাশি একটু মনোরঞ্জনের জন্য এবার বিদ্যালয়ে ম্যাজিক শো এর আয়োজন শিক্ষকদের। এদিন নদিয়ার শান্তিপুর মালঞ্চ উচ্চবিদ্যালয়ে এই ম্যাজিক শো-এর ব্যবস্থা করা হয় বিদ্যালয়ের তরফে। যদিও এই ম্যাজিক শো এর খরচ বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের যৌথ ব্যবস্থাপনায় করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা।
এদিন রানাঘাট থেকে ম্যাজিশিয়ান রবিন ভট্টাচার্য এবং তাঁর পরিবার এসে ছাত্রছাত্রীদের ম্যাজিক দেখান। ম্যাজিশিয়ান জানান, শিক্ষার পাশাপাশি মনোরঞ্জনের দরকার ছাত্রছাত্রীদের। তাঁদের পরিবারের সবাই এই পেশার সঙ্গে যুক্ত। তাঁর মতে, রাজ্য সরকারের উচিত, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি বিদ্যালয়েও মাজেশিয়ান রাখার ব্যবস্থা হয়তো আগামী দিন হবে।
advertisement
এই মালঞ্চ বিদ্যালয়ে ১৪০০ জন ছাত্রছাত্রী। উপযুক্ত হলঘর না থাকার কারণে তাই একসঙ্গে ম্যাজিক শো দেখানো সম্ভব হয়নি। বিদ্যালয়ের মিড ডে মিলের সময় সেকশন অনুযায়ী ছেলেদের এবং পরবর্তী আর একটি ফাঁকা সময়ে মেয়েদের এই শো দেখানো হয়। ম্যাজিক শো দেখতে পেরে খুশি পড়ুয়ারা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Magic Show in School: বিদ্যালয়ে ম্যাজিক শো! শুধু মনোরঞ্জন নয়, জাদুতেই হচ্ছে বিজ্ঞান চেতনার বৃদ্ধি
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement