Christmas: দেদার বিকোচ্ছে ক্রিসমাস ক্যাকটাস থেকে লেমন পাইন! বড়দিনের আগেই পাহাড়ি বাজার জমজমাট
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Christmas: শীত আসতেই বিভিন্ন রংবেরঙের ফুলে ভরে ওঠে উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে সমতল। পাশাপাশি বাজার জুড়ে দেখা যায় বিভিন্ন রকমারি গাছ।
দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই পাহাড় জঙ্গল নদী দিয়ে ঘেরা প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন। নভেম্বর পড়তেই শীতের চাদরে মুড়েছে গোটা পাহাড়। শীত আসতেই বিভিন্ন রংবেরঙের ফুলে ভরে ওঠে উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে সমতল। পাশাপাশি বাজার জুড়ে দেখা যায় বিভিন্ন রকমারি গাছ। বর্তমানে বাজারে ঘর সাজানোর বিভিন্ন গাছ বিক্রি করে আয়ের দিশা দেখাচ্ছে পাহাড়ের যুবক যুবতীরা।
শীতকাল মানেই বড়দিন! শীতকাল মানেই আরেকটা নতুন বছরের আগমন। সেই অর্থে এই সময় বিভিন্ন উৎসবে মেতে থাকে পাহাড় থেকে শুরু করে সমতল। বর্তমানে ঘর সাজানোর জন্য প্রচুর গাছ লাগানো হয়ে থাকে। দিনের পর দিন এর চাহিদা বেড়ে চলে। শীতকাল আসতেই বিভিন্ন গাছ যেমন মেরিগোল্ড, চন্দ্রমল্লিকা, লেমন পাইন, ক্রিসমাস ক্যাকটাস-সহ বিভিন্ন প্রজাতির গাছে ভরে উঠেছে বাজার।
advertisement
advertisement
এই প্রসঙ্গে কার্শিয়াং বাজারের এক দোকানে গাছ কিনতে আসা স্থানীয় এক ব্যক্তি ভাস্কর থাপা বলেন গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি এবং বিভিন্ন গাছের সম্পর্কে জানার ইচ্ছা দিনের পর দিন বেড়ে চলেছে এই গাছের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। আমার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলকে আমি গাছ লাগানোর অনুরোধ করব।
advertisement
গাছ বিক্রেতা রুপেশ মুখিয়া বলেন প্রথমে বাড়িতেই এই গাছের চারা তৈরির কাজ শুরু করেছিলাম বর্তমানে ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকায় এখন আরও বড় আকারে এই গাছের চারা তৈরি করি এবং বাজারে বিক্রি করি। এই কাজে খাটনি যেমন বেশি রয়েছে তেমনি আয়ও বেশ ভালো। ছোট থেকেই গাছ ভালোবাসি তাই এই পেশাকেই বেছে নিয়েছি।
advertisement
সামনেই আসছে বড়দিন অর্থাৎ ক্রিসমাস সেই দিন বহু মানুষ ক্রিসমাস ট্রি সাজিয়ে থাকে সেই অর্থেই এখন থেকেই পাহাড়ের বাজারে দেদারে বিগোচ্ছে লেমন পাইন এবং ক্রিসমাস ক্যাকটাস। শীতকালীন সময়ে পাহাড় জুড়ে যেন দেখা যায় ফুলের মেলা। বর্তমানে বহু মানুষ সৌখিনতার জন্য বিভিন্ন রকমারি গাছে নিজের বাড়ি কে সাজিয়ে থাকে সেই অর্থেই এই ইনডোর প্ল্যান্টের চাহিদা ধীরে ধীরে বেড়ে চলেছে।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2024 5:13 PM IST