La Nina Alert: লা নিনা...! উল্টেপাল্টে গেল সব ভবিষ্যদ্বাণী! আবহাওয়ার 'চরম' ধাক্কা কবে? নভেম্বর-ডিসেম্বর নিয়ে এল মেগা আপডেট!

Last Updated:
La Nina Alert: লা নিনা নিয়ে এল চাঞ্চল্যকর আপডেট। আবহাওয়াবিদরা দিয়ে দিল উল্লেখযোগ্য পূর্বাভাস। আন্তর্জাতিক আবহাওয়া বিজ্ঞানীরা যা ইঙ্গিত দিচ্ছে তাতে এবার বদলে যেতে চলেছে এখনও পর্যন্ত দেওয়া মরশুমের সবচেয়ে আপাতত খুব শিগগিরই এই সিস্টেমের আসার কোনও সম্ভাবনাই নেই।
1/13
লা নিনা নিয়ে এল চাঞ্চল্যকর আপডেট। আবহাওয়াবিদরা দিয়ে দিল উল্লেখযোগ্য পূর্বাভাস। আন্তর্জাতিক আবহাওয়া বিজ্ঞানীরা যা ইঙ্গিত দিচ্ছে তাতে এবার বদলে যেতে চলেছে এখনও পর্যন্ত দেওয়া মরশুমের সবচেয়ে আপাতত খুব শিগগিরই এই সিস্টেমের আসার কোনও সম্ভাবনাই নেই।
লা নিনা নিয়ে এল চাঞ্চল্যকর আপডেট। আবহাওয়াবিদরা দিয়ে দিল উল্লেখযোগ্য পূর্বাভাস। আন্তর্জাতিক আবহাওয়া বিজ্ঞানীরা যা ইঙ্গিত দিচ্ছে তাতে এবার বদলে যেতে চলেছে এখনও পর্যন্ত দেওয়া মরশুমের সবচেয়ে আপাতত খুব শিগগিরই এই সিস্টেমের আসার কোনও সম্ভাবনাই নেই।
advertisement
2/13
লেটেস্ট রিপোর্ট বলছে, নভেম্বর-ডিসেম্বরে লা নিনার আসার কোনও ইতিবাচক ইঙ্গিত নেই। শুধু তাই নয়, ENSO-নিরপেক্ষ অবস্থা আপাতত চলতেই থাকবে। লা নিনা নিয়ে ইতিবাচক কোনও লক্ষণ তো নেই-ই বরং এই বিষয়ে ইঙ্গিত খুবই নেতিবাচক হয়ে উঠছে। আর তাতেই ক্রমশ স্পষ্ট হচ্ছে যে এই বছর বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থাই লা নিনা নিয়ে ভুল ভবিষ্যদ্বাণী করেছে।
লেটেস্ট রিপোর্ট বলছে, নভেম্বর-ডিসেম্বরে লা নিনার আসার কোনও ইতিবাচক ইঙ্গিত নেই। শুধু তাই নয়, ENSO-নিরপেক্ষ অবস্থা আপাতত চলতেই থাকবে। লা নিনা নিয়ে ইতিবাচক কোনও লক্ষণ তো নেই-ই বরং এই বিষয়ে ইঙ্গিত খুবই নেতিবাচক হয়ে উঠছে। আর তাতেই ক্রমশ স্পষ্ট হচ্ছে যে এই বছর বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থাই লা নিনা নিয়ে ভুল ভবিষ্যদ্বাণী করেছে।
advertisement
3/13
US National Oceanic and Atmospheric Administration (NOAA) ২০২৪ সালের মে মাসে একটি লা নিনা ওয়াচ জারি করে, যা ইঙ্গিত করে যে আগামী তিন মাসের মধ্যে লা নিনা পরিস্থিতি প্রত্যাশিত।
US National Oceanic and Atmospheric Administration (NOAA) ২০২৪ সালের মে মাসে একটি লা নিনা ওয়াচ জারি করে, যা ইঙ্গিত করে যে আগামী তিন মাসের মধ্যে লা নিনা পরিস্থিতি প্রত্যাশিত।
advertisement
4/13
এমনকি, মে মাসে জাতীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাসও নিশ্চিত করে দেয় যে দক্ষিণ-পশ্চিম বর্ষার দ্বিতীয়ার্ধে একটি ইতিবাচক লা নিনা পরিস্থিতি ভারত মহাসাগরের ডাইপোলের সঙ্গে প্রতিষ্ঠিত হবে।
এমনকি, মে মাসে জাতীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাসও নিশ্চিত করে দেয় যে দক্ষিণ-পশ্চিম বর্ষার দ্বিতীয়ার্ধে একটি ইতিবাচক লা নিনা পরিস্থিতি ভারত মহাসাগরের ডাইপোলের সঙ্গে প্রতিষ্ঠিত হবে।
advertisement
5/13
কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি এখনও পর্যন্ত। লা নিনা সংক্রান্ত ইতিবাচক IOD সম্পূর্ণরূপে চলে গিয়েছে এবং লা নিনা এই মুহূর্তে একটি অধরা স্বপ্ন হয়েই রয়ে গিয়েছে বলেই মত আবহাওয়াবিদদের একাংশের।
কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি এখনও পর্যন্ত। লা নিনা সংক্রান্ত ইতিবাচক IOD সম্পূর্ণরূপে চলে গিয়েছে এবং লা নিনা এই মুহূর্তে একটি অধরা স্বপ্ন হয়েই রয়ে গিয়েছে বলেই মত আবহাওয়াবিদদের একাংশের।
advertisement
6/13
লা নিনার সম্ভাবনা অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত কমেছে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এই সম্ভাবনা কমই ছিল। অবশেষে আবহাওয়ার যাবতীয় সংস্থাগুলি একযোগে ইঙ্গিত দিয়ে একটি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছেছে যে লা নিনা আদতে একটি দুর্বল এবং স্বল্পস্থায়ী ইভেন্ট হতে চলেছে এই মরশুমে।
লা নিনার সম্ভাবনা অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত কমেছে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এই সম্ভাবনা কমই ছিল। অবশেষে আবহাওয়ার যাবতীয় সংস্থাগুলি একযোগে ইঙ্গিত দিয়ে একটি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছেছে যে লা নিনা আদতে একটি দুর্বল এবং স্বল্পস্থায়ী ইভেন্ট হতে চলেছে এই মরশুমে।
advertisement
7/13
বস্তুত, বিশ্বের আবহাওয়ায় লা নিনা এবং এল নিনো এই দুই কার্যকলাপ সাধারণত পর্যায়ক্রমে ঘটে থাকে। আর এই সিস্টেমগুলি সাধারণত সমুদ্রের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে।
বস্তুত, বিশ্বের আবহাওয়ায় লা নিনা এবং এল নিনো এই দুই কার্যকলাপ সাধারণত পর্যায়ক্রমে ঘটে থাকে। আর এই সিস্টেমগুলি সাধারণত সমুদ্রের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে।
advertisement
8/13
লা নিনা ও এল নিনোর জেরে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে জোরালো বাতাস বইতে শুরু করে এবং বৃষ্টিপাতের ধরণগুলিকে উল্লেখযোগ্য ভাবে প্রভাবিত করে। বিশ্বের বৃহত্তম মহাসাগরের জলবায়ুর এই পরিবর্তনগুলির বিশ্বব্যাপী আবহাওয়ার উপর প্রভাব রয়েছে।
লা নিনা ও এল নিনোর জেরে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে জোরালো বাতাস বইতে শুরু করে এবং বৃষ্টিপাতের ধরণগুলিকে উল্লেখযোগ্য ভাবে প্রভাবিত করে। বিশ্বের বৃহত্তম মহাসাগরের জলবায়ুর এই পরিবর্তনগুলির বিশ্বব্যাপী আবহাওয়ার উপর প্রভাব রয়েছে।
advertisement
9/13
একদিকে যখন এল নিনো এবং লা নিনা পরিবর্তন গ্রীষ্মের আবহাওয়ার উপর সামান্য প্রভাব ফেলে, শীতকালে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে আবহাওয়ায়। এই লা নিনা পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হ্যারিকেন জাতীয় কার্যকলাপ স্বাভাবিক রাখলেও আটলান্টিক অঞ্চলে এর কার্যকলাপ আরও তীব্র হয়।
একদিকে যখন এল নিনো এবং লা নিনা পরিবর্তন গ্রীষ্মের আবহাওয়ার উপর সামান্য প্রভাব ফেলে, শীতকালে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে আবহাওয়ায়। এই লা নিনা পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হ্যারিকেন জাতীয় কার্যকলাপ স্বাভাবিক রাখলেও আটলান্টিক অঞ্চলে এর কার্যকলাপ আরও তীব্র হয়।
advertisement
10/13
শীতকালে সাধারণত লা নিনা জেট স্ট্রীম উত্তর দিকে সরে যায় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে দুর্বল হয়ে পড়ে। লা নিনার জেরে শীতকালে, দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাভাবিকের চেয়ে উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়। উত্তর আমেরিকা এবং কানাডা আরও আর্দ্র এবং ঠান্ডা হয় এর ফলে। সৌজন্যে : বিবিসি
শীতকালে সাধারণত লা নিনা জেট স্ট্রীম উত্তর দিকে সরে যায় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে দুর্বল হয়ে পড়ে। লা নিনার জেরে শীতকালে, দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাভাবিকের চেয়ে উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়। উত্তর আমেরিকা এবং কানাডা আরও আর্দ্র এবং ঠান্ডা হয় এর ফলে। সৌজন্যে : বিবিসি
advertisement
11/13
আবহাওয়ার রিপোর্ট বলছে, গত চার সপ্তাহে, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লা নিনা নিয়ে নেতিবাচক পরিবর্তনগুলি আরও স্পষ্ট হয়েছে। পূর্ব-মধ্য প্রশান্ত মহাসাগরে এই মুহূর্তে কিছু ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি নেতিবাচক পরিবর্তনও হয়েছে।
আবহাওয়ার রিপোর্ট বলছে, গত চার সপ্তাহে, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লা নিনা নিয়ে নেতিবাচক পরিবর্তনগুলি আরও স্পষ্ট হয়েছে। পূর্ব-মধ্য প্রশান্ত মহাসাগরে এই মুহূর্তে কিছু ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি নেতিবাচক পরিবর্তনও হয়েছে।
advertisement
12/13
ONI-এর রিপোর্ট বলছে, নিনো সূচক আবার পড়ে গিয়েছে। ৪ নভেম্বর ২০২৪ সূচকের মান ছিল -০.২°C, যা ২৮ অক্টোবর ২০২৪-এ রেকর্ড করা -০.৫°C এর থেকে অনেক বেশি। নিনো ১+২ ছাড়া নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে SST অসঙ্গতি বৃদ্ধি পেয়েছে, যা গত ৬ সপ্তাহে ব্যাপক ভাবে ওঠানামা করেছে।
ONI-এর রিপোর্ট বলছে, নিনো সূচক আবার পড়ে গিয়েছে। ৪ নভেম্বর ২০২৪ সূচকের মান ছিল -০.২°C, যা ২৮ অক্টোবর ২০২৪-এ রেকর্ড করা -০.৫°C এর থেকে অনেক বেশি। নিনো ১+২ ছাড়া নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে SST অসঙ্গতি বৃদ্ধি পেয়েছে, যা গত ৬ সপ্তাহে ব্যাপক ভাবে ওঠানামা করেছে।
advertisement
13/13
আর এরই জেরে লা নিনার নভেম্বরে হওয়ার সম্ভাবনা ক্রমশ কমেছে। এমনকি ২০২৪ সালে জলবায়ুর এই পরিবর্তন আদৌ ঘটবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
আর এরই জেরে লা নিনার নভেম্বরে হওয়ার সম্ভাবনা ক্রমশ কমেছে। এমনকি ২০২৪ সালে জলবায়ুর এই পরিবর্তন আদৌ ঘটবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
advertisement
advertisement
advertisement