Bison Attack: বাড়ির গরু ভেবে সামনে যেতেই আঁতকে উঠলেন কৃষক!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Bison Attack: মালিক গৃহপালিত গরু মনে করে ওই বাইসনকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে হঠাৎই বুঝতে পারেন সেটা গরু নয়! সঙ্গে সঙ্গে বিপদ আঁচ করে ওই ব্যক্তি কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন
জলপাইগুড়ি: সম্প্রতি আলিপুরদুয়ারে বাইসনের গুঁতোয় আহত হয়েছেন এক বনকর্মী। সেই ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। কদিন যেতে না যেতেই বৃহস্পতিবার সেইরকমই একটি ঘটনার পুনরাবৃত্তি হল ধুপগুড়িতে। ফের লোকালয়ে দেখা মিলল বাইসনের।
সূত্রের খবর, বৃহস্পতিবার সাত সকালে এলাকার চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছিল একটি বাইসন। গৃহপালিত গরুর সঙ্গে মিশে যাওয়ায় তাকে সহজে আলাদা করাটাই দুষ্কর হয়ে দাঁড়ায় কৃষকদের কাছে। এমনিতে বাইসন গৃহপালিত গরুর তুলনায় আকারে বড় হলেও দূর থেকে চেনা বেশ মুশকিল। ফলে এদিন বুঝতে না পেরে বাড়ির মালিক গৃহপালিত গরু মনে করে ওই বাইসনকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে হঠাৎই বুঝতে পারেন সেটা গরু নয়! সঙ্গে সঙ্গে বিপদ আঁচ করে ওই ব্যক্তি কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন।
advertisement
advertisement
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির ঝাড় আলতা-১ গ্রাম পঞ্চায়েত ও ঝাড় আলতা-২ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। ঘটনার কথা চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা যায়, এদিন সকালে প্রথমে মধ্য ডাউকিমারি এলাকায় বাইসনের দেখা পাওয়া গিয়েছিল। তারপরই সেটা এখানে চলে আসে। তবে শেষ পর্যন্ত বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 4:48 PM IST