Jalpaiguri News: ভারতের যুবককে বিয়ে, ২ সন্তানের মা! ভুয়ো আধার কার্ডে ছয় বছর ভারতে বসবাস, যেভাবে ধরা পড়লেন বাংলাদেশী...
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভুয়ো আধার কার্ড বানিয়ে প্রায় ছয় বছর ভারতে বসবাস বাংলাদেশীর। বাংলাদেশ যাওয়ার পথে সীমান্তবর্তী এলাকায় ধরা পরল দম্পতি। বিয়ে করে ভারতে ছয় বছর ধরে দিব্যি চলছিল। তবে দেশে ফেরার পথেই ঘটল বিপত্তি।
জলপাইগুড়ি: অবৈধভাবে ভারতে প্রবেশ করে আধার কার্ড বানিয়ে প্রায় ছয় বছর ভারতে বসবাস বাংলাদেশীর। বাংলাদেশ যাওয়ার পথে সীমান্তবর্তী এলাকায় ধরা পড়ল দম্পতি। বিয়ে করে ভারতে ছয় বছর ধরে দিব্যি চলছিল। তবে দেশে ফেরার পথেই ঘটল বিপত্তি। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তের মানিকগঞ্জ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার দুই শিশু-সহ মোট ৪ বাংলাদেশী।
সীমান্তবর্তী মানিকগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ছয় বছর আগে রাজস্থানের এক যুবককে বিয়ে করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সোহেনা আক্তার (২২) নামে এক মহিলা। বিয়ের পর তার দুই সন্তান হয়।
advertisement
advertisement
একই সঙ্গে ধৃত মুন্না খান (১৯) নিজেকে মহিলার দেওর বলে দাবি করলেও পুলিসের দাবি দুজনেই বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতী পুর এলাকার বাসিন্দা। দু’জনের কাছ থেকেই আধার কার্ড, মোবাইল ফোন ও ভারতীয় টাকা উদ্ধার করেছে পুলিশ। এদিন দুপুরে উম্মুক্ত সীমান্ত দিয়ে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল। তার আগেই মানিকগঞ্জ ফাঁড়ির পুলিসের হাতে গ্রেফতার হয়।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 17, 2025 10:27 PM IST








