Bangla News: নদীর ধারে পড়ে অদ্ভুত দেখতে বিরাট প্রাণী! সামনে যেতেই চক্ষু চড়কগাছ, দেখুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Bangla News: শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কলাবাড়ি ঘাট গ্রামে কয়েকজন শিশু প্রথম দেখতে পায় শকুনটিকে। বাচ্চারা মাঠে খেলতে যাওয়ার সময় ওই বিশাল আকারের শকুনটি দেখতে পায়।
কোচবিহার: একটি লুপ্তপ্রায় শকুন উদ্ধার হল কোচবিহাররের শুকটাবাড়ি এলাকা থেকে। শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কলাবাড়ি ঘাট গ্রামে কয়েকজন শিশু প্রথম দেখতে পায় শকুনটিকে। বাচ্চারা মাঠে খেলতে যাওয়ার সময় ওই বিশাল আকারের শকুনটি দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তেই উৎসাহিত মানুষে ভিড় করেন মাঠে শকুন দেখতে।
এলাকার এক পরিবেশ প্রেমী শকুনটিকে উদ্ধার করে দ্রুত খবর পাঠান কোচবিহারের বন দফতরে। পরবর্তী সময়ে বন দফতরের কর্মীরা এসে শকুনটিকে উদ্ধার করেন।
আরও পড়ুনঃ রক্ষণাবেক্ষণের কাজ চলবে, আজ ২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি? জানুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “নদীর কাছে একটি মাঠে ওই শকুনটি অসুস্থ অবস্থায় পড়েছিল। এলাকার কয়েকজন শিশু তাকে দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমী কওসার আলম ব্যাপারী সেখানে উপস্থিত হন এবং শকুনটিকে উদ্ধার করে বন দফতরে খবর পাঠান। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে শকুনটিকে নিয়ে যান। স্থানীয়রা জানিয়েছেন, ‘তাঁরা স্বচক্ষে এত কাছে থেকে জীবনে প্রথম শকুন দেখলেন এবং এই শকুনটি বেশ বড় ছিল।’
advertisement
advertisement
শকুন উদ্ধার প্রসঙ্গে পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অর্ধেন্দু বণিক জানান, ‘খুব একটা এই ধরনের শকুন এখন দেখতে পাওয়া যায় না। এই শকুন গুলি এখন লুপ্তপ্রায়। তাই এই শকুনকে বাঁচাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই প্রাণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ কোচবিহারের সহ-বন অধিকর্তা বিজন কুমার নাথ জানান, ‘শকুনটিকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তারপর আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রে পাঠানো হয়েছে।’
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2023 1:37 PM IST