Howrah Bridge: রক্ষণাবেক্ষণের কাজ চলবে, আজ ২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি? জানুন

Last Updated:

Kolkata News: রক্ষণাবেক্ষণ ও মেরামতির কারণে আজ মধ্য রাতে ঘণ্টা দুয়েক পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।

হাওড়া ব্রিজ। প্রতীকী ছবি।
হাওড়া ব্রিজ। প্রতীকী ছবি।
কলকাতাঃ রক্ষণাবেক্ষণ ও মেরামতির কারণে আজ মধ্য রাতে ঘণ্টা দুয়েক পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। বিদ্যাসাগর সেতুর কেবল পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজ হবে। তাই আজ রাত ১টা থেকে ৩টে পর্যন্ত সম্পূর্ণ ভাবে যান চলাচল বন্ধ রাখা হবে। ওই সময় বিদ্যাসাগর সেতু ব্যবহারকারী ছোট গাড়িগুলো স্ট্র্যান্ড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজ ধরে হাওড়া প্রবেশ করবে।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই এই বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষনের কাজ চলছে, তাতে সমস্ত ধরনের পন্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ রয়েছে। এই সমস্ত গাড়ি নিবেদিতা সেতু ব্যবহার করছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, বিদ্যাসাগর সেতুর ভারসাম্য রক্ষাকারী কেবল গুলো পরিবর্তনের কাজ শুরু হয়েছে। প্রথম দফায় আটমাস ধরে এই কাজ চলবে। তাতে হাওড়া অভিমুখের লেনের কাজ হবে। তাই আগেই বিজ্ঞপ্তি জারি করে পন্যবাহী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ মাদক বলে ঘৃণা করলে বড় ভুল! গ্যাস-অম্বল-হজমের মহৌষধি, জংলি এই পাতা খান বিশেষ পদ্ধতিতে
আজ মধ্য রাতে কয়েকটি কেবল পরিবর্তনের কাজ হবে। যার জন্য রাত ১’টা থেকে ৩’টে পর্যন্ত সমস্ত রকমের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় ছোট গাড়ি বাইক হেস্টিংস মোড় হয়ে খিদিরপুর রোড ধরে জেএন আইল্যাল্ড হয়ে রেড রোড স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ধরবে। আর পন্যবাহী গাড়ি নির্ধারিত নিবেদিতা সেতু ধরে যাতায়াত করবে।
advertisement
advertisement
লালবাজার সূত্রে খবর, প্রথম দফায় এই সেতুর ৩২টি কেবলের মধ্যে ১৬ পরিবর্তন করবে রক্ষণাবেক্ষণকারী সংস্থা। সেই কাজ চলাকালীন সেতু দিয়ে যান চলাচল পুরো রাখা হবে। সেই মোতাবেক আজ দু’ঘণ্টা পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে ব্রিজ। বন্ধ থাকাকালীন সংলগ্ন কোনও অংশে গাড়ি প্রবেশ করবে না। তাই বিকল্প পথের কথা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে লালবাজারের তরফে। কেবল পরিবর্তনের সঙ্গে অন্য কাজগুলোও করা হবে এই সময়ের মধ্যে বলেই খবর।
advertisement
অমিত সরকার 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Howrah Bridge: রক্ষণাবেক্ষণের কাজ চলবে, আজ ২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement